প্রকাশ্য পাপীকে আল্লাহ ক্ষমা করবেন নাঃ
লিখেছেন লিখেছেন েনেসাঁ ০৫ মে, ২০১৪, ০১:১৯:৪৬ দুপুর
বর্তমান সমাজে প্রকাশ্যে সংঘটিত কয়েকটি পাপঃ
১) টাখনুর নীচে কাপড় ঝুলিয়ে পরিধান করা (পুরুষদের)।
২) দাড়ি মুণ্ডন করা।
৩) মানুষের সামনে গান-বাদ্য বাজানো।
৪) ধুমপান
৫) নারীদের বেপর্দায় চলাফেরা।
৬) বিনা ওযরে (পুরুষের) জামাতের সাথে নামায না পড়া।
৭) রামাযানে দিনের বেলায় মানুষের সামনে পানাহার করা।
৮) সুদের কারবার করা ও সুদী ব্যাংকে চাকরী করা।
৯) মানুষের সামনে গীবত ও চুগোলখোরী করা।
১০) দ্বীনদার কোন মানুষকে নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করা।
১১) খৃস্টানদের বড় দিন উদযাপনে অংশ নেয়া।
১২) হিন্দুদের পুজায় বা তাদের মেলায় অংশ নেয়া।
১৩) প্রকাশ্যে মুসলিমদের গালাগালি করা।
..........
আল্লাহ বলেন, لَا يُحِبُّ اللَّهُ الْجَهْرَ بِالسُّوءِ مِنَ الْقَوْلِ إِلَّا مَنْ ظُلِمَ “আল্লাহ কোন মন্দ বিষয় প্রকাশ করা পছন্দ করেন না। তবে কারো প্রতি জুলুম হয়ে থাকলে সে কথা আলাদা। (নিসাঃ ১৪৮)
রাসূলুল্লাহ সাঃ বলেন, كُلُّ أُمَّتِي مُعَافًى إِلَّا الْمُجَاهِرِينَ وَإِنَّ مِنْ الْمُجَاهَرَةِ أَنْ يَعْمَلَ الرَّجُلُ بِاللَّيْلِ عَمَلًا ثُمَّ يُصْبِحَ وَقَدْ سَتَرَهُ اللَّهُ عَلَيْهِ فَيَقُولَ يَا فُلَانُ عَمِلْتُ الْبَارِحَةَ كَذَا وَكَذَا وَقَدْ بَاتَ يَسْتُرُهُ رَبُّهُ وَيُصْبِحُ يَكْشِفُ سِتْرَ اللَّهِ عَنْهُ
“আমার উম্মতের সবাইকে ক্ষমা করা হবে, কিন্তু যারা প্রকাশ্যে পাপকাজ করে বেড়ায় তাদেরকে ক্ষমা করা হবে না।
আর প্রকাশ্যে পাপ কাজ করার অন্তর্ভুক্ত হচ্ছেঃ রাতে একজন লোক কোন পাপে লিপ্ত হয়, সেই সময় আল্লাহ তার বিষয়টিকে গোপন রেখেছিলেন। কিন্তু সকাল হলে সে নিজেই মানুষকে বলে হে উমুক! আজ রাতে আমি এটা এটা করেছি। রাতে যখন সে পাপ করছিল, তখন তার পালনকর্তা সেটা গোপন রেখেছিলেন। কিন্তু সকালে সে নিজেই নিজের বিরুদ্ধে আল্লাহর পর্দাকে উন্মুক্ত করে দিল।” (বুখারী ও মুসলিম)
বিষয়: বিবিধ
৯৯৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন