Praying Praying আজ সেই ৫-ই মে । তবে ২০১৩ না ২০১৪ । গতবছরের এই দিন আমার এক হুজুর শহীদ হওয়ার গৌরব অর্জন করেছিলেন । উনাকে নিয়েই এই লেখা--ক্ষমা করো আমায় । Praying Praying

লিখেছেন লিখেছেন নোমান২৯ ০৫ মে, ২০১৪, ০১:২৬:৫৮ দুপুর

আজ সেই ৫-ই মে । তবে ২০১৩ না ২০১৪ । গতবছরের এই দিন আমার এক হুজুর শহীদ হওয়ার গৌরব অর্জন করেছিলেন ।যা উনার একান্তই কাম্য ছিল । উনি সবসময় এই চাওয়াটা বলতেন ছাত্রছাত্রীর মাঝে । যেমন কেউ যদি বলত হুজুর বাইরে যাব , তখন উনি বলত কি ঘন্টায় ঘন্টায় বাইরে যাওয়া ? এভাবে হলে হবে ? জিহাদের ময়দানে তো অনেক্ষণ থাকতে হবে । এরুপ অনেক কথা । যায় হোক , গতবছরের এই দিনের যৌথবাহিনীর অভিযানে শহীদদের মাঝে তিনি একজন । আল্লাহ উনাকে শহীদ হিসেবে কবুল করুন এবং সর্বোচ্চ জান্নাত দান করুন । আমীন ।

হুজুরকে নিয়ে আমার একটি লেখা ,

হুজুর ক্ষমা করো আমায় .........

বিষয়: বিবিধ

১০৮৫ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

217669
০৫ মে ২০১৪ দুপুর ০১:২৯
শিশির ভেজা ভোর লিখেছেন : থিতিয়ে পড়েছে হেফাজত। তেতুল হুজুরের ধ্বজভঙ্গ হয়েছে। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Big Grin Big Grin Happy) Happy) Happy)
০৫ মে ২০১৪ দুপুর ০১:৩৯
165819
নোমান২৯ লিখেছেন : পূর্বাশার আলো
ওরা(হেফাযত) এখন পার হতে চায় দুর্ঘম দীর্ঘ পথ
শোনো ওরা বলে , রাত শেষ হয়ে এল
পূর্বাশার আলো ঐ দেখা যায় ।
........................
217705
০৫ মে ২০১৪ বিকাল ০৪:০৭
মেঘ ভাঙা রোদ লিখেছেন : শফীর মত ভণ্ড হুজুর যেন এই বাংলায় আর না জন্মে। তাদের জন্ম দিগন্ত ও ইসলামিক টিভি বন্ধ হয়ে গেলো অথচ কোনদিন একটা মানববন্ধন পর্যন্ত করলো না তারা!! এত নিমকহারাম মানুষ হতে পারে?
০৫ মে ২০১৪ রাত ০৯:৩৭
166003
নোমান২৯ লিখেছেন : হযরত আলী (রাঃ) বলেছেন আপনাদের সাথে তর্ক না করতে । তাই ...............
217795
০৫ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ৫ মে থেকে শুধুই লাশ পাওয়া গেছে কিন্তু প্রথমে ভেবেছিলাম দেশে বুঝি ঐক্যের একটা পথ হলো কিন্তু না বাস্তবে শুধুই লাশ।
আল্লাহ সকল শহীদকে কবুল করুন। .. আমিন
০৫ মে ২০১৪ রাত ০৯:৩৬
166002
নোমান২৯ লিখেছেন : আমীন । তবে লাশ নয় শহীদ পাওয়া গেছে । এবং ইসলামী আন্দোলন (যেকোন) এর ফলাফল একমাত্র জয় ।এবং এই জয় গাজী/শহীদ হওয়ার মাধ্যমে ।
218135
০৬ মে ২০১৪ বিকাল ০৪:১৯
প্যারিস থেকে আমি লিখেছেন : হুজুর হয়তো আল্লাহর কাছে শহীদের মর্যাদা পাবেন,কিন্তু তাদের রক্তের সাথে যারা বেইমানি করতেছে নিজেদের ব্যক্তি স্বার্থে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেনা।
০৬ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫৭
166288
নোমান২৯ লিখেছেন : ধন্যবাদ ভাইয়া । Good Luck Good Luck
218352
০৭ মে ২০১৪ সকাল ০৫:১৮
প্রবাসী মজুমদার লিখেছেন : আমি বাকহীন। এজন্য যে কোন নেতার আহব্বানে ইসলামে জান দিতে নেই। শফি হুজুর ইসলাম বুঝলেও নেতৃত্ব দেয়ার যোগ্যতা নেই। এসব শহীদদের সাথে শফি হুজুরের মশকরা পুরো জাতি হতবাক।
ধন্যবাদ।
০৭ মে ২০১৪ দুপুর ০২:০২
166494
নোমান২৯ লিখেছেন : না ভাইয়া ওভাবে বলো না । এই বলাটা শুধু বিভেদ ডেকে আনবে আর কিছু না । ওরা যে সময়ে প্রাণ দিয়েছে তা একান্তই দরকার ছিল । অবশ্যই হ্যাঁ এ আন্দোলনের বাহ্যিক কোন উপকারিতা নেই বটে তবে ভিতরগত অনেক উপকারিতা আছে । ধন্যবাদ ভাইয়া ।Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File