এসএমএস কাব্য (১৫-১৮)
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০১ মে, ২০১৪, ১২:৩৬:৩১ দুপুর
(১৫)
ভোট দিলাম ছিল ছাপ্পড়
মন্দের ভালটায়
চাইনা খেতে কিল থাপ্পড়
ইজ্জত রাখা দায়।
(১৬)
ভোট দিলাম, যা এবার
লেটেপুটে খা
জিন্দা রাখিস, দেখিস আবার
জানে মারিসনা।
(১৭)
ভোটের আগে হাত জোড়
ভিক্ষা চাই খালা
ভোটের পরে ঘর দোর
মারতে হয় তালা।
(১৮)
দিলাম ভোট
বড় আশা করে
দিলে চোট
স্বপন দেখতে নাইরে।
বিষয়: বিবিধ
১০৭০ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভোটের পরে নেতার হাতে সোনার ঝুলি..........
আপনাকে ধন্যবাদ
ভোট মানেই রংগ জাদু
ভোট দিতে আর যামুনা
ধন্যবদা জানিয়ে রাখি
আঁধারই আজকাল লাগে ভালো
মন্তব্য করতে লগইন করুন