প্যারিস থেকে আমি ভাইয়ের রেকর্ড উদযাপন
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ০১ মে, ২০১৪, ০১:০৭:৩৪ দুপুর
প্যারিস ভাইকে আন্তরিক অভিনন্দন
______
প্রতিদিন পৃথিবীতে কত রেকর্ড হচ্ছে। কেউ সোনার বাংলা গরম কইরা তুক্কু সোনার বাংলা গাইয়া। আবার কেউ কেউ করছে জাতীয় পতাকা মাথায় লইয়া। মানিক মিয়া করছে ধর্ষণ কইরা। সেদিন ছাত্রলীগের পোলাপাইনরা করছে হাইকোর্ট সুপ্রিম কোর্টকে চেতনা দেখাইয়া। যাই হোক, নেগেটিভ/প্রজেটিভ হোক সবাই অন্তত ভিন্নধর্মী কিছু একটা করে তোলপাড় তোলতেছে। মানব সমাজে নিত্য নতুন ভিন্ন রেকর্ড সৃষ্টি করে চলছে।
______
সকালে গোসল, নাস্তা সাইরা বসলাম কম্পিউটারে। ব্লগ খোলেই হঠাৎ চোখ আটকে গেল একটি পোস্টের উপরে। আমাদের সম্মানিত ব্লগার প্যারিস থেকে আমি ভাইয়ের লেখা- মন্তব্যের ৫ হাজারি ক্লাবে আমি আছি, আপনি কোথায় ? অনেকেই শুধু নিজের পোষ্টে মন্তব্য চায়। বিস্তারিত পড়লাম। ওনার এই কথাটি আমার দারুন ভালো লেগেছ- এমন অনেক আছেন যাদের উঠানে আমি অনেকবার পা মাড়িয়েছি,কিন্তু আমার উঠানে উনারা পা মাড়ায় না। আরে ভাই, আমি যদি আপনার উঠানে যাই তাহলে আপনিও আমার উঠানে আসবেন, আপনার প্রতি কি আমার এই দাবিটুকুও নেই ?
______
আমরা ব্লগ ইউস করি কেন? নিজে লিখবো। একে অন্যের লেখা পড়বো, কমেন্ট করে লেখকদেরকে উৎসাহিত করবো। ভুল ত্রুটি থাকলে শংসোধন করে দেবো। ভিন্নমত থাকলে তাও জানাবো। এই তো। সব মিলিয়ে আমাদের সামগ্রিক জীবনের নানা সমস্যা, সংগ্রাম, আনন্দ, বেদনা নিয়ে আলোচনা করবো। সমস্যার একটা সমাধান, সংগ্রামের মীমাংসা, আনন্দ ভাগাভাগি, দুঃখের সাথি হয়ে সবাই একাকার হয়ে যাবো। মানুষের কাছ থেকে মানুষের আর কি চাওয়া পাওয়া থাকতে পারে?
______
আমি এখনো একহাজার প্লাসে আছি। যাই হোক আসুন সব ব্লগার মিলে প্যারিস থেকে আমি ভাইয়ের এই রেকর্ডটাকে সেলিব্রেইট করি। সুস্থ সুন্দর ব্লগি করতে সুন্দর সুন্দর, খুব ভালো লাগলো কমেন্টের মাধ্যমে লেখদের উৎসাহিত করি। আমার পক্ষ থেকে প্যারিস ভাইকে আন্তরিক অভিনন্দন এই রকম ভিন্নধর্মী একটি রেকর্ড করার জন্য। অনেকগুলো ভালোবাসাসহ। শাহীন বদ্দা কইরে? একটা সুন্দর গান ধরো। মেয়েরা আমার লেখায় তেমন একটা আসে না, সো নাচার জন্য কারে বলবো? ধুর বাদ দেন নাচার দরকার নাই। সূর্যের পাশে হারিক্যান ভাই আপনি রঙ বেরঙের লাইটিংর ব্যবস্থা করেন....
বিষয়: বিবিধ
১২৯১ বার পঠিত, ৭৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আজকাল তো ভাই রেকর্ড পাওয়া যায়না সব ডিভিডি!
ঠিক বলিচছেন...
আমি গান জানি না ছোটদা তয় ছকিনার জন্য গান গাইতে পারি
আর সুপাহা আমি কি শুধু নীলপরীর পেছনে দৌড়ায় তুমি দৌড়াও না? তুমি তো আমার লগে দৌড়ানোর পরিকল্পনা করছিলা? তুমি করে বললাম মাইন্ড করলে করোগা...
আর সুপাহা তুমি সব কথায় এমন ল্যাং ধরে ক্যান?
আমি নাচতে পারি কিন্তু সাথে তোমারে থাকতে হবে, আরেকজন ইয়েকেও লাগবে....
মন্তব্য করতে লগইন করুন