===ভুল===
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ এপ্রিল, ২০১৪, ০১:৩২:১৫ দুপুর
ভুল করেছি ভুল করেছি, ভুল ভুল ভুল
মনের সাথে লাগল দ্বন্দ ভীষণ হুলুস্থুল।
মুক্ত হাওয়ায় তুমি যখন, উড়াচ্ছিলে চুল
সেই দেখাটাই ভুল হয়েছে, ভুল ভুল ভুল।।
এখন আমার চোখে কেবল, সেই দৃশ্য ভাসে
অবচেতন মনে শুধু আসছে ভেসে ভেসে।
কোথায় পাব তোমায় আর, কোন দরিয়ার ঘাটে
হাওয়া গেছে, গেছে চুল, সে’তো তোমার সাথে।।
ভুল করেছি ভুল করেছি, ভুল ভুল ভুল
থেকে থেকে রাত জেগে, দিচ্ছি সেই মাসুল।
জমতে জমতে মনের ভেতর জমে গেছে ঝুল
সেই থেকে মাথার ভেতর ভীষণ গন্ডগোল।।
বিষয়: বিবিধ
১০৩২ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঠিক আছে ভুলে যাব মনে থাকবেনা
ধন্যবাদ আপু
ভুলে তোমায় মা ডাকিয়া বাধাইছি হুলুস্থুল।
ভুল করেছি ভুল, সকল গণ্ডগোল,
ভাল বাইসা চাচি ডাইকা তোমার জুতায় হারাইয়াছি চুল।
আমনি দেখি বেআক্কেল
আংক্যাল ডাকেন বাপরে
ধন্যবাদ রইল ভাইযান
ধন্যবাদ জানাই
খুব করে ধন্যবাদ রইল
খুব করে ধন্যবাদ রইল
উপায়তো আর নাই,
প্রেমের জলে ডুব দিলে আর
বাঁচার উপায় নাই৷
একটু খানি খুঁজে দেখি
সদর ঘাটে গিয়ে,
পাই যদি তয় ঘটা করে
পড়িয়ে দেব বিয়ে৷
হরেক রকম বউ
কতে করে চাইযে তারা
বিয়ে করেনা কেউ
খবর....
আমনে খালি পেছনেই লেগে থাকেন
তারচে ভাল ছাদে আসেন
লোড শেডিং হলে দুজন মিলে
দেখব চাঁদ রঙ্গিন সপ্নিলে
লিখেছেন : ভুল
করেছি ভুল,
পুরো কারবারে ভুল,
ভুলে তোমায়
মা ডাকিয়া বাধাইছি হুলুস্থুল।
ভুল করেছি ভুল, সকল গণ্ডগোল,
ভাল বাইসা চাচি ডাইকা তোমার
জুতায় হারাইয়াছি চুল।
হা হা লু খু গে ।
তাইতো সে বে...........ল
সরি ফর ফান
মন্তব্য করতে লগইন করুন