স্বরচিত কবিতা(কেবল লেখা শিখছি)
লিখেছেন লিখেছেন ঠোঁটকাটা পাগল ২৬ এপ্রিল, ২০১৪, ০১:৩৫:১১ দুপুর
শরষে, গম, ভূট্টা শুকোয় ঘরের মালিক কবে?
হতাশ চোখে চেয়ে থাকি! কবে চুরি করা যাবে!!!
চেয়ে থাকার পালাতো শেষ, শুরু হবে কাজ,
শুনেছি ভাই মালিক নাকি, সব শুকাতে দেবে আজ।
টেনশনটা দূর করতে বাছা, দিলাম চমৎকার ঘুম।
ঘুম ভাঙলেই শুরু হবে, মহা চুরির ধুম।
তাই খুশিতে বন্ধুদের আজ খবর পাঠালাম,
বাড়িতে এক চক্কর মেরে ঘাবড়েই গেলাম।
মালিক ব্যাটা ভারি পাঁজি, ফাঁদ পেতেছে হায়!!!
আমরা সবাই পাক্কা চোর, ধরা পড়বার নয়।
বন্ধুরা সব বুদ্ধির জাহাজ, বানালো এক প্ল্যান
সহজেই তো ভেঙে ফেললাম, পাঁজির সুপার প্রটেকশান।
তারপরইতো হলো শুরু, চুরির মহোৎসব।
পাড়া-মহল্লায় কচিকাঁচা দের পড়ে গেলো রব।
তাদের জ্বালায় ভড়কে গিয়ে, ফাঁদে দিলাম পা,
অনেক চেষ্টা করেও আর পালাতে পারলাম না।
দেখছি....মালিক ব্যাটা চাকু দিয় কেটে দিলো গলা,
বুঝতে পারলাম চুরি করার এখন কেমন জ্বালা।
উফঃ...দুঃস্বপ্ন দেখতে দেখতে হয় গেলো ভোর,
নিজেকে তাই মনে হয়, দারুন স্মার্ট চোর...
........................স্পেশালী চোর কবুতর।।।
বিষয়: সাহিত্য
১৩১৯ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন