অনেকদিন পর ফিরলাম
লিখেছেন লিখেছেন ঠোঁটকাটা পাগল ০২ এপ্রিল, ২০১৫, ১২:৪৩:০৫ দুপুর
অনেকদিন পর ব্লগে ফিরলাম।
কিন্তু ব্লগের একি বেহাল অবস্থা!!! টুডে ব্লগ কি রাষ্ট্রিয় সাইবার সন্ত্রাসের শিকার?
যখন সারাদেশে বাকস্বাধীনতার নামে অশ্লীলতা আর কুৎসা রটানোর লাইসেন্স চাওয়া হয়, তখন সেটা হয় মৌলিক মানবাধিকার। আর আমরা সত্য বললে, কাউকে কথার ফুলঝুড়ি দিয়ে ব্যক্তিগত আক্রমণ না করলে, কোনো ধর্মের প্রতি কোনো বাজে ভাষা ব্যবহার না করলেও আমাদেরকে যুক্তিপূর্ণ কথা বলতে হাজারো বাঁধা বিপত্তির শিকারে পরিণত করা হয়।
কেন???
কারণ একটাই -
"হক কথাটা ঠক করে লাগে"
বিষয়: বিবিধ
১২৫৩ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নিয়মিত হোন, এটাই প্রত্যাশা..........
মন্তব্য করতে লগইন করুন