বিপিএল ২০১৫
লিখেছেন লিখেছেন ঠোঁটকাটা পাগল ২১ নভেম্বর, ২০১৫, ১২:২০:৪০ দুপুর
এখনো খেলা শুরু হয়নি। হয়ে গেলো উদ্বোধনী অনুষ্ঠান। বিশেষ আকর্ষণ হৃতিক রোশন আর জ্যাকোলিন ফারনান্দেজ! তার সাথে ছিল নান্টু ঘটক - মমতাজ, বাচ্চু, নাচিয়ে মৌ........
অনেকেই বিশেষভাবে বিশেষায়িত করছে, "চোখ ধাঁধানো" " জমকালো" অনুষ্ঠান হৈ হৈ..........
আমি খুজছিলাম আমার বাংলাদেশটা কই!? আসলে এটা ব্যক্তিত্বের ব্যাপার, মূল্যবোধের ব্যাপার।
আর মূল্যবোধ!!! বাঙালি বা বাংলাদেশী জাতীয়তাবাদের প্যাচাল শুনতে শুনতে কানে তালা লেগে গেছে। মোটেও বিরক্ত হতাম না যদি কর্মকাণ্ডে বিন্দুমাত্র বাংলাদেশি জাতীয়তাবাদ ফুটে উঠতো।
এতক্ষণ যা বললাম সেগুলো হলো গড়পড়তা কথা। আসলে এটা বাংলাদেশের দোষ নয়। এটা জ্যাকোলিন, হৃতিকেরও দোষ নয়। দোষ হলো আমাদের চিন্তা চেতনার। আমাদের হীন্মন্যতার।
কেন আমাদেরকে মনে করতে হবে যে ভারতীয় না আনলে আমাদের অনুষ্ঠান জমবে না!! কেন মনে করতে হবে দেশীয় সংস্কৃতি দ্বারা দর্শকের মন জয় করা যাবে না! বার বার বড় অনুষ্ঠানে কেন নান্টু ঘটক??? তবে সবচেয়ে দুঃখের বিষয় হলো কিছু হাড়হাভাতে দর্শক এগুলো খাচ্ছেও পেট ভরে। আমাদের রুচির এত খারাপভাবে অবনমন হয়েছে যা কল্পনার বাইরে।
আমরা আধুনিক হতে গিয়ে হারিয়ে ফেলছি আমাদের শেকড়কে। হারিয়ে ফেলছি আমাদের ব্যক্তিত্ব, রুচিশীলতা, সৃষ্টিশীলতাকে। আমরা হারিয়ে ফেলছি আমাদের নিজেকেই।
আরো কষ্ট লাগে যখন, আমার বাংলাদেশে, বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের অনুষ্ঠানে এক ভারতীয় বুক চেতিয়ে জিজ্ঞেস করে, "কেনো এখানে (সরাসরি) হিন্দি সিনেমা রিলিজ হয়না?"
তখন আমি অনুভব করি এই জাতির নির্লজ্জ কান্ডারীদের লজ্জায় আত্মহত্যা করা উচিৎ।
বিষয়: বিবিধ
১৩২৪ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন