ডাকি বন্ধু তোমারে

লিখেছেন লিখেছেন ঠোঁটকাটা পাগল ২৯ এপ্রিল, ২০১৪, ০৪:৫৫:৩০ বিকাল

ওগো বন্ধু,

আযানের ধ্বনি তুমি শুনতে কি আজ পাওনা?

যদি শুনতেই পাবে!!!

তবে কেন ভাই আজ মসজিদে তুমি যাওনা?

চারদিকে আজ চেয়ে দেখ তুমি,

বাতিলের বহুরুপী মেলা।

ইসলাম বিরোধীরা খেলনার মত,

ইসলাম নিয়ে করছে কতনা খেলা।

আজ আমাদের বহু ব্যস্ততা,

শুধু করি পড়ি-মরি।

এসোনা সব বিভেদ ভুলে,

এক আল্লাহর রাস্তা ধরি।

আজ কেন ভাই গড়ে উঠেছে,

বাতিলের সাথে এত সখ্য।

আমরা কেবলি প্রত্যাশা করি,

সারা মুসলিম জাহানের ঐক্য।

এসো সে পথে চলি,

যে পথে চলেছেন আমার প্রণের রাসূল।

বারেবার কেন বিভেদ করে,

করি একই রকম ভুল।

আল কুরআনই দেখাতে পারে,

সরল সঠিক পথ।

আল হাদীসই বিভেদ ঘোচাবে,

আছে যত মতামক।

মুসলিম মোরা বীরের জাতি,

কেন আজ হয়েছি বেড়াল।

এসো তাদের মত হই যেমন ছিেলন,

আবুবকর-ওমর-ওসমান-আলী-বেলাল।

আজ পরম করুনাময়ের কাছে,

একটাই প্রার্থনা করি।

ইয়া আল্লহ!!! আমি যেন তোমার পথে,

ঈমান নিয়ে মরতে পারি।

বিষয়: সাহিত্য

১২৮৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

214908
২৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০১
শিশির ভেজা ভোর লিখেছেন : সুন্দর লিখেছেন জনাব। ভালো লাগলো।
215125
৩০ এপ্রিল ২০১৪ রাত ১২:৫৩
Mujahid Billah লিখেছেন : কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। এই
কোরআন থেকে আমাদের বিচ্ছিন্ন করতে চায় কাফের
বেইমান মুশরেকেরা। ও আমার ভাই-বোনেরা,
যারা আমাদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করতে চায়
আমরা কি তাদের সাথে জেহাদের জন্য প্রস্তুত আছি ?
215284
৩০ এপ্রিল ২০১৪ সকাল ১১:২৮
ঠোঁটকাটা পাগল লিখেছেন : জী,ভাইয়া কুরআনই আমাদের জীবণ চালানোর পাথেও।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File