প্রেম কাব্য
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ এপ্রিল, ২০১৪, ০৪:১১:২৭ বিকাল
নিয়ত করছি প্রেম
সুযোগ পেলে করব আরো
আমার খুুশি আমার প্রেম
তোমাদের কি বলতে পারো?
প্রেম আমার অস্থিমজ্জায়
প্রেম আমার কাব্য লিখায়
প্রেমের জন্যই উমামার মা
হাপিয়ে উঠে নাইয়োর যায়।
প্রেম ছাড়া যায় কি বাঁচা
প্রেম করেইতো চলছি
প্রেমের টানেই রিটার্ন এসে
গিন্নি দিচ্ছে হাচ্ছি!
এসো ভাই করি তাই
প্রেম প্রেম খেলা
খবরদার প্রেম করবিনা
দুই দিনের পোলা।
বিষয়: বিবিধ
১১৯৮ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঘটনা সত্য
পেরেম এর ঝাল
যেন এক দৈত্য
ঘটনা সত্য
পেরেম এর ঝাল
যেন এক দৈত্য
আলো তোমার পিছু থাকে
আমরা দেখি
কি করে কাটে নিজের আঁধার
বল দেখি
বেহুঁশ হয়ে রই পড়ে.....
হায়..
ছেড়ে মসজিদ আমার মুর্শীদ
এলো যে এই পথ ধরে....
যার জীবনে প্রেম নেই তার জীবন-মরণ দুটো-ই নিষ্ফল!!
খোদার প্রেমি প্রেমী যে জন
মানব প্রেম বুঝেনা
মানব প্রেমের কামালিয়াতের পরেই না খোদার প্রেমের শুরু!!
বুঝবে গিয়ে শেষ বেলা৷
উমামার মা আসবে তেড়ে,
ভূতটা তখন যাবে ছেড়ে৷
ভয় করিনা বুলেট বোমা
আসবে যখন রক্ত চোখে,
পীলে তখন চমকে যাবে,
বুলেট বোমা বেকার হবে৷
খবর দিয়ম না পতেঙ্গাত!!
মন্তব্য করতে লগইন করুন