প্রেম কাব্য

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ এপ্রিল, ২০১৪, ০৪:১১:২৭ বিকাল

নিয়ত করছি প্রেম

সুযোগ পেলে করব আরো

আমার খুুশি আমার প্রেম

তোমাদের কি বলতে পারো?

Rose

প্রেম আমার অস্থিমজ্জায়

প্রেম আমার কাব্য লিখায়

প্রেমের জন্যই উমামার মা

হাপিয়ে উঠে নাইয়োর যায়।

Rose

প্রেম ছাড়া যায় কি বাঁচা

প্রেম করেইতো চলছি

প্রেমের টানেই রিটার্ন এসে

গিন্নি দিচ্ছে হাচ্ছি!

Rose

এসো ভাই করি তাই

প্রেম প্রেম খেলা

খবরদার প্রেম করবিনা

দুই দিনের পোলা।

বিষয়: বিবিধ

১১৯৮ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

210083
১৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২১
প্রবাসী মজুমদার লিখেছেন : ভাল লাগল। কবিতার ভাষায় আপনার অনুভুতি গুলো বুজেতে পেরেছি। চেস্টা করলে আরও ভাল পারবেন বিশ্বাস। ধন্যবাদ।
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
158669
বাকপ্রবাস লিখেছেন : প্রবাসী মজুমদার ভাই শ্রদ্ধা আর ভালবাসা জানবেন, এটা আসলে কোথায় যেন কমেন্ট দিতে গিয়ে দুষ্টামি করে লিখা, এখন উল্টাপাল্টা কমিয়ে দিয়েছি, আপনার মতো অনেকই আমাকে এমন আন্তরিক কমেন্টে দিয়েছেন, যাতে একটু সময় করে কম লিখে হলেও যেন ভাল করে লিখি, আমাকে ভালবাসে বলেই একটা ভাল কবিতা আশা করে সবাই, তাই আন্তরিক ধন্যবাদ জানালাম আপনাকে আর যারা যারা আমাকে এমন দিকনির্দেশনা দিয়ে সহযোগীতার করছেন আর সকল পাঠককে
210098
১৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩৮
মেঘ ভাঙা রোদ লিখেছেন : নিজের বউ বাচ্চা ছাড়া যেন কবিতায় আর উপমা পায় না। Frustrated Frustratedতবে ভাল্লাগসে পিলাচ Thumbs Up Thumbs Up
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৭
158671
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor পরের বউরে নিয়া লিখতে পারি তবে ঠেংগানীটা কে খাইব হেইডা আগে কনফার্ম হতে হবে
২১ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০০
159731
আবু সাইফ লিখেছেন : @ বাকপ্রবাস : Thumbs Up Thumbs Up Thumbs Up Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
210126
১৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১৩
ব্যতিক্রম বলছি লিখেছেন : সুন্দর কবিতা । বাট দুই দিনের পোলা-রা প্রেমের দাবিতে স্ট্রাইক করবার পারে । যেমনটা আমরা গত ১৪-ই ফেব্রুয়ারি দেখেছিলাম ।
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
158672
বাকপ্রবাস লিখেছেন : কথা হাচা
ঘটনা সত্য
পেরেম এর ঝাল
যেন এক দৈত্য
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
158673
বাকপ্রবাস লিখেছেন : কথা হাচা
ঘটনা সত্য
পেরেম এর ঝাল
যেন এক দৈত্য
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১৯
158683
ব্যতিক্রম বলছি লিখেছেন : Winking) Winking) Winking) Winking) Winking) Winking) Winking) Winking) Winking)
210143
১৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৬
জোনাকি লিখেছেন : বাহ! Happy
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১০
158675
বাকপ্রবাস লিখেছেন : ও জোনাকি
আলো তোমার পিছু থাকে
আমরা দেখি
কি করে কাটে নিজের আঁধার
বল দেখি
210148
১৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪৫
আবু সাইফ লিখেছেন : খোদার প্রেমের শরাব পিয়ে ....
বেহুঁশ হয়ে রই পড়ে.....
হায়..
ছেড়ে মসজিদ আমার মুর্শীদ
এলো যে এই পথ ধরে....

যার জীবনে প্রেম নেই তার জীবন-মরণ দুটো-ই নিষ্ফল!!
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১১
158676
বাকপ্রবাস লিখেছেন : বুঝবার পারছি আপনার মনোবাসনা
খোদার প্রেমি প্রেমী যে জন
মানব প্রেম বুঝেনা
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৫৮
159730
আবু সাইফ লিখেছেন : উল্টা বুঝেন ক্যান!!

মানব প্রেমের কামালিয়াতের পরেই না খোদার প্রেমের শুরু!!
২১ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০২
159732
বাকপ্রবাস লিখেছেন : কইতে একটু বেদিশ কইয়া ফেলাইচি, থুক্কু মানব প্রেম বলতে ইটুস পুটুস বুঝাইছি
210172
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
শেখের পোলা লিখেছেন : প্রেম প্রেম লীলা খেলা,
বুঝবে গিয়ে শেষ বেলা৷
উমামার মা আসবে তেড়ে,
ভূতটা তখন যাবে ছেড়ে৷
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৩৩
158685
বাকপ্রবাস লিখেছেন : আমিও প্রেম শেয়ানা
ভয় করিনা বুলেট বোমা
২০ এপ্রিল ২০১৪ সকাল ০৮:২৩
158872
শেখের পোলা লিখেছেন : আচ্ছা, দাঁড়ান দিচ্ছি ডেকে,
আসবে যখন রক্ত চোখে,
পীলে তখন চমকে যাবে,
বুলেট বোমা বেকার হবে৷
210191
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
সিটিজি৪বিডি লিখেছেন : প্রেম-ট্রেম আর ভাল লাগে না.....চলে অন্যগ্রহে চলে যাই।
১৯ এপ্রিল ২০১৪ রাত ০৮:৩৪
158758
বাকপ্রবাস লিখেছেন : আগে কাতার আসেন বুক মিলাই
210210
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
ফেরারী মন লিখেছেন : পড়ে তো ভালই লাগলো দেখি Day Dreaming Day Dreaming Day Dreaming
১৯ এপ্রিল ২০১৪ রাত ০৮:৩৩
158756
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor থিঙ্কু
210240
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আহরে প্রেম উথলাইয়া পড়তেসে।
খবর দিয়ম না পতেঙ্গাত!!
১৯ এপ্রিল ২০১৪ রাত ০৮:৩৩
158755
বাকপ্রবাস লিখেছেন : আমনের জালায় প্রেম ছাইড়া বনবাসে জাউন ছাড়া উপায় নাই, খালি পতেংগার কথা মনে কইরা দেন
২১ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০২
159733
আবু সাইফ লিখেছেন : @বাকপ্রবাস : বনবাসে তো কীট-পতঙ্গের জ্বালায় আরো বেশী পতেঙ্গার কথা মনে পড়বে Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২১ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১৮
159738
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File