দুটো খবর : একটি হিসেব

লিখেছেন লিখেছেন আমি আহমেদ মুসা বলছি ১৯ এপ্রিল, ২০১৪, ০৪:০৬:১১ বিকাল

1.সোনার বাংলা গড়তে ১৩ দফা !

সোনার বাংলা গড়তে সরকারকে ১৩ দফা দাবি মেনে নিতে বলেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমদ শফী। তিনি বলেছেন, ‘১৩ দফা মানলে ভালো, না মানলে নেই।’

2.সরকারের প্রশংসা করলেও শফি হুজুরকে ক্ষমা চাইতে হবে ।

আওয়ামী লীগ ও বর্তমান সরকারের প্রশংসা করলেও হেফাজতের ঈমাম আল্লামা শফী হুজুরকে ছাড় দেয়া হবে না। এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কথা বলেন।

[সূত্র : অনলাইন বাংলা ]

আল্লামা আহমদ শফী তার অবস্থান ছেড়ে এসেছেন হয়তো সরল ভাবেই । বিপরিতে যে ইনুরা হর হামেশাই আল্লামা আহমদ শফীদের কাছে মাফ চাইতে যান ,তারাই আজ হুজুরকে ক্ষমা চাইতে বলছে !!!

মূলত আমাদের নরম সুর-ই ওদের গড়ম করে তুলেছে। ইসলাম পন্থিদের অবশ্যই এই হিসেবটা রাখতে হবে যে : আমার দুর্বলতা অন্যকে যাতে সবল না করে । দরকার হয় চুপ থাকি !

বিষয়: রাজনীতি

১১২৮ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

210085
১৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৩
আবু আশফাক লিখেছেন : আপনার পূর্ববর্তী পোস্ট ছিল কিন্তু ভিন্ন ধরনের!!
২১ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
159772
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : ঠিক বলেছেন । দুইটা দুই সময়ের দুটি ঘটনার আলোকে লিখা । তাই।
২১ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
159773
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : ঠিক বলেছেন । দুইটা দুই সময়ের দুটি ঘটনার আলোকে লিখা । তাই।
210088
১৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৪
ফখরুল লিখেছেন : নাস্তিকরা শত্রু আর আওয়ামীলীগ বন্ধু!!!!!
কেমনে কি?
210090
১৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৭
প্রবাসী মজুমদার লিখেছেন : হেফাজতকে আওয়ামীলীগ খুব ভয় করত। কিন্তু লালদীঘি ময়দানে শফী হুজুরের ভক্ততা পুরো জাতিকে হতবাক করেছে। এমনভাবে নাকে খত দিয়ে কথা বলার মানে হয়না। ৫ই মে কোরানের এতহুলো রুহকে মেরে ডাষ্টবিনে ফেলে ধেয়ার ধৃষ্টতা আবুজেহেলেকে হার মানিয়েছে।। হাসিনা জাহেলের চেয়েও অধম। এমন মহিলার সাথে এভাবে কথা বলা মানেই সেই সব শহীদদের আত্মার সাথে মসকারী বৈ কিছুই নয়। এত বড় একজন আলেম হতে এমন কথা বলার হেকমত কোনভাবে মানা যায়না। আমার কলিজার টুকরো কোরানের এসব প্রাণকে যারা চিনিয়ে নিল, অপমান করল ময়লার সাথে ফেলে দিয়ে, জানাজা দেয়ার মত সম্মান দেয়া হলনা, আল্লাহর জাতে কসম, আমি এটি মানতে পারিনা...।
210105
১৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৩
মেঘ ভাঙা রোদ লিখেছেন : শফি হুজুর একটা আস্ত ভণ্ড। কখন যে কি বলে তার ইয়াত্তা নাই।
210111
১৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৯
বেআক্কেল লিখেছেন : হেই জন্য ফাসিক মানুষকে সালাম দাওয়াত নিতে নাই।
210145
১৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৬
সন্ধাতারা লিখেছেন : হে মহান রাব্বুল আলামীন বাংলাদেশের মানুষকে তুমি নিজ হাতে রক্ষা করো। সত্য মিথ্যার বিবেচনা বোধকে জাগ্রত করো, হিকমাহ দান করো, নাস্তিক, ফাসেক, মুরতাদ থেকে ফানাহ দাও। আমীন। ক্ষুদ্র স্বার্থে কেউ যেন ঈমানি চেতনাকে বিক্রি করে অমানবিক কাজে লিপ্ত নয়া হয়! আল্লাহ্‌ আমাদের সহায়।
210212
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১০
ফেরারী মন লিখেছেন : সবই রাজনীতির খেলরে ভাই।
210351
১৯ এপ্রিল ২০১৪ রাত ১১:০৪
সবুজেরসিড়ি লিখেছেন : নিজ স্বার্থ এর জন্য হেফাজত ইসলামের আমীরের এটা করা ঠিক হচ্ছে না , এতে ইসলাম কে সবাই দূর্বল মনে করবে ।
210423
২০ এপ্রিল ২০১৪ রাত ০১:২৩
মাটিরলাঠি লিখেছেন : আপনি ভাই এখনো আশাবাদী!
১০
211350
২১ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
আমি আহমেদ মুসা বলছি লিখেছেন : সব কিছুর অতি সরলি করনই হুজুরদের কাল হচ্ছে । কারন তারা এখনো মাটির মানুষ কিন্তু বাতিলরা শয়তানকে হার মানিয়েছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File