দুটো খবর : একটি হিসেব
লিখেছেন লিখেছেন আমি আহমেদ মুসা বলছি ১৯ এপ্রিল, ২০১৪, ০৪:০৬:১১ বিকাল
1.সোনার বাংলা গড়তে ১৩ দফা !
সোনার বাংলা গড়তে সরকারকে ১৩ দফা দাবি মেনে নিতে বলেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমদ শফী। তিনি বলেছেন, ‘১৩ দফা মানলে ভালো, না মানলে নেই।’
2.সরকারের প্রশংসা করলেও শফি হুজুরকে ক্ষমা চাইতে হবে ।
আওয়ামী লীগ ও বর্তমান সরকারের প্রশংসা করলেও হেফাজতের ঈমাম আল্লামা শফী হুজুরকে ছাড় দেয়া হবে না। এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কথা বলেন।
[সূত্র : অনলাইন বাংলা ]
আল্লামা আহমদ শফী তার অবস্থান ছেড়ে এসেছেন হয়তো সরল ভাবেই । বিপরিতে যে ইনুরা হর হামেশাই আল্লামা আহমদ শফীদের কাছে মাফ চাইতে যান ,তারাই আজ হুজুরকে ক্ষমা চাইতে বলছে !!!
মূলত আমাদের নরম সুর-ই ওদের গড়ম করে তুলেছে। ইসলাম পন্থিদের অবশ্যই এই হিসেবটা রাখতে হবে যে : আমার দুর্বলতা অন্যকে যাতে সবল না করে । দরকার হয় চুপ থাকি !
বিষয়: রাজনীতি
১১২৮ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কেমনে কি?
মন্তব্য করতে লগইন করুন