অনেক হইছে, এবার পরের দুয়ারে ধন্যা দেয়া বন্ধ করেন.....
লিখেছেন লিখেছেন আমি আহমেদ মুসা বলছি ০৫ নভেম্বর, ২০১৪, ০৭:৩৬:৩৬ সন্ধ্যা
শহীদ মিনার নাটকের পর যেদিন পিয়াস করিমকে কবর দিয়ে আসা হল, তার পরপরই আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি Mojibur Rahman Monju ভাই একটা স্টেটাস দিলেন “শহীদ মিনারের সামনের রাস্তার নাম হবে ড.পিয়াস করিম সড়ক” । মিনিট দুইয়ের ভেতর দেখলাম আমাদের আরেক ভাই ওটা নিয়ে একটা ইভেন্টও খুলে ফেললেন!
পরের ঘটনা আপনাদের জানা গোলম মর্তুজাসহ বেশ কয়েকজন নাগরিককে শহীদ মিনারে নিষিদ্ধ করা হলো। অনলাইনে-অফলাইনে জামায়াত-শিবিরের ছেলেরাই সবচেয়ে বেশি প্রতিবাদ জানিয়েছিলো সেদিন।
এর কদিন পরেই মুহতারাম গোলাম আজম সাহেবের শাহাদাত হলো, জামায়াত তাঁর নামাজে জানাজার মাধ্যমে আবারো জানান দিলো আমরা ফুঁরিয়ে যায়নি।
এর মধ্যেদিয়েই দৃশ্যপট বদলে গেল, চেতনাধারীদের ঘুম হারাম আর বিম্পির আতাঁত জাতীয় চুলকানি শুরু । ফলাফল হাতেহাতে : উপর্যপুরি জামায়াত নেতাদের রায়, কার্যকরের তোরজোর।
তারপর আমাদের ভাইরা যে গোলাম মর্তুজাদের সম্মান বাচাঁনোর জন্য বা বাড়ানোর জন্য রাস্তার নাম করন করেন বা অনলাইনে-অফলাইনে ফাঁটাইয়া ফেলেন, সেই গোলাম মর্তুজা স্টেটাস দেন ...
““কাদের মোল্লার পর উদ্ধত 'ভি ' চিহ্ন দেখাল যুদ্ধাপরাধী কাশেম আলী। গোলাম আযমের জানাজায় পরিকল্পিতভাবে প্রচুর লোক নিয়ে আসাও জামায়াতের এক ধরনের উদ্ধত বেয়াদবি। জানাজা দিয়ে প্রমাণ করার চেষ্টা, গোলাম আযম কত ভালো ছিল! শাস্তি কার্যকর করাই উদ্ধত বেয়াদবির একমাত্র জবাব।“”
খুব অবাক হয়েছেন ? আসলে আমরা সবকিছুকে অতি সরলিকরন করি তাই এসব আমাদের এন্টেনায় ধরে না্ ! মূল কথা হচ্ছে “ভাঙ্গা নৌকায় কেও পা দেয়না” ! তাই মর্তুজার এই পল্টি !
গোলাম মর্তুজারা বুঝে গেছে যে, জামায়াত আর তার নেতাদের বাঁচাতে পারবে না । তাই জামায়াতকে ব্যাবহার করে তাদের প্রভুদের (বিম্পি) ক্ষমতায় যাওয়াও এখন আর সম্বব নয়। তাই তাদের এই উল্ট রথ যাত্রা। এই শেষ মুহুর্তে লিখে-টিখে যদি সিপি গ্যাং ওয়ালাদের কোলে ওঠা যায় ! অবশ্য এখানে আরো একটা চুলকানি আছে, সেটা হলো গোলাম আযম পুত্রের চ্যালেন্জ। ওটা এখন বিম্পির ইজ্জতের ব্যাপার হয়ে দারিয়েছে! ওই গোত্রিয় মানুষ গুলো এখন মনে প্রাণে চাইবে জামায়াত-শিবির ভ্যানিস হয়ে যাক । তাইলে ক্ষমতার দৌড়ে অন্তত একটা প্রতিযোগী কমবে ! আরো বুঝতে হলে Golam Mortoza র গত পাঁচ দিনের স্টেটাস গুলো দেখুন ।
সবশেষ জামায়াত-শিবিরের ভাইদের বলি, অনেক হইছে । পরের দুয়ারে ধন্যা দেয়া বন্ধ করেন । খোড়া হইলেও নিজের পায়ে চলতে শিখেন । আপনাদের নিয়া একটু নরম কথা বললেই, কোলে তুলে নাচা বন্ধ করেন । আল্রাহর পথের সাথি ভিন্ন কেও আপনাদের বন্ধু নয়। আল্লাহ বলেন :
“তোমরা কেন তাদেরকে বলে দিলে আল্লাহ আমাদেরকে কী প্রকাশ করেছেন? তারা তো আল্লাহর সামনে এনিয়ে তোমাদের বিরুদ্ধে অভিযোগ দাঁড় করাবে? তোমরা কি বুদ্ধি ব্যবহার করো না?”
[আল-বাক্বারাহ ৭৬]
facebook
বিষয়: বিবিধ
১৬৭০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আগে যখন উনি উপস্থাপনা করতেন তখন কোন বাক্য ''ম্যাঁ ম্যাঁ ব্যাঁ ব্যাঁ'' ছাড়া কমপ্লিট করতে পারতেন না ।
এখন টিভি খুব একটা দেখা হয় না , টক শোও না ।
মোর্তজা সাহেব কি এখনও ও রকম করে যাচ্ছেন ?
মন্তব্য করতে লগইন করুন