খোকার ভাবনা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ জুন, ২০১৪, ০৪:২৪:০৩ বিকাল
প্রতিদিনই ভাবে খোকা এমন যদি হয়
কাল থেকে বদলে যাবে আগের মতো নয়।
খেলাধুলা ভাল লাগেনা মন চায় পড়তে
ঝগড়াঝাটি চলবেনা নিষেধ আছে করতে,
খুব ভোরে আযান আর পাখির ডাকে জাগতে
মন চায় নিয়ম মেনে অনিয়মটা রুখতে।
আসি আসি করে আর সেই দিন আসেনা
দুষ্টুমিটা বেড়ে চলে কোন মতে কমেনা।
বিষয়: বিবিধ
৯৮৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এমনটা আর হবেনা
খেলাধূলা ছাড়বেনা
পড়ালেখা হবেনা
বিদ্যালয়ে যাবেনা
ঝগড়াটা থামবেনা
কিযে বলেননা
I'm in a hurry.
পরে পড়ে অবশ্যই কমেন্ট করবো ইনশাআল্লাহ!
মন্তব্য করতে লগইন করুন