"বাংলাদেশ"

লিখেছেন লিখেছেন মেরাজ ১৩ এপ্রিল, ২০১৪, ০১:৫৭:৩০ রাত

রুপের রাণী বাংলাদেশ

তুমি মোদের গর্ব,

তোমার মাঝে লুকিয়ে আছে

চোখ জুড়ানো স্বর্গ।

এক এক করে ছয়টি ঋতু

ফিরে আসে বছর ভরে,

এমন তুমি পাবে নাকো

সারাটা দুনিয়া ঘুরে।

বৈশাখ-জৈষ্ঠ দুই মাস

রৌদ্রে উঠে নাভিশ্বাস।

বর্ষা হলো আষাঢ়-শ্রাবণ

ঝড়-বৃষ্টির নেইকো বারণ।

ভাদ্র-আশ্বীন শরৎ কাল

তাল গাছেতে পাকা তাল।

কার্তিক-অগ্রাহনের হেমন্ত মাঝে

পূজার নানান বাজনা বাজে।

শীতে বুড়ি আসেরে ভাই,পোষ-মাঘ মাসে

সেই শীত আবার হাঁড় কাপিয়ে সবার গায়ে লাগে।

সবার প্রিয় বসন্ত কাল ফাল্গুন-চৈত্র নিয়ে,

সবার প্রাণে দোল দিয়ে যায় প্রেমের বার্তা দিয়ে।

Roseমেরাজ

বিষয়: বিবিধ

১১৩২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

206790
১৩ এপ্রিল ২০১৪ রাত ০২:০৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : চমত্কার আমি ৩ বার পরেফেলেছি,, Rose Roseএই কবিতা আবৃত্তি করে ভিডিও করে পাঠাব মেরাজ ভাই আপনার কাছে ,,কিন্তু আমার গলা যে ফাটা বাশ Tongue
১৩ এপ্রিল ২০১৪ রাত ০৩:০১
155383
কেলিফোরনিয়া লিখেছেন : হউক ফাটা বাঁশ, বাঁশ মার্কা গলা দিয়া আবৃত্তি শুনতে চাই।
১৩ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫৫
155495
মেরাজ লিখেছেন : আমিও শুনতে চাই Love Struck
206970
১৩ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৫৬
আব্দুল গাফফার লিখেছেন : একদম ফাটাফাটি চমৎকার মেরাজ ভাই ,লেখতে থাকুন
অনেক ধন্যবাদ Rose
207034
১৩ এপ্রিল ২০১৪ দুপুর ০২:২৮
নেহায়েৎ লিখেছেন : ঠিক বলেছেন এই দেশটা অতি বড় সুন্দর,
সুন্দরবনে গাছে ঝোলে হাজার হাজার বান্দর।
বান্দরগুলো লেজ ঝুলিয়ে ফল আর পাতা খায়,
পাখিরা সব মনের সুখে কিচির মিচির গায়।
জেলে মাঝি বাওয়াল মৌয়াল নৌকা ভাসায় জলে,
দেখবে সেথায় ডোরাকাটা হরিণ দলে দলে!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File