# অদৃষ্ট (অণুগল্প)

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ এপ্রিল, ২০১৪, ১২:৫১:৩৬ দুপুর

সাত সকালে লালির কুক্কুরুক কুক ডাকে জেগে উঠে সবাই।

আজ মিথিলাকে দেখতে আসবে বর পক্ষ তাই সকাল থেকেই পুরো বাড়ি সাজ সাজ রব, দরজা জানালায় নতুন পর্দা, বিছানায় আলমারিতে তুলে রাখা এমব্রয়ডারী করা ব্যাডশীড, সোফায় বসতে দেয়া হচ্ছেনা ছোটদের, কুচকে যাবে বলে।

মিথিলাদের মোরগটার পালক ধূসর কালোর সাথে গাঢ় লালচে, তাই তাকে সবাই লালি বলেই ডাকে।

লালির আর তর সইছেনা কবে ছাড়া পাবে সে, গতকাল বেশ ভাব জমিয়েছে সুমাইয়াদের মুরগিটার সাথে, তাই প্রিয়তমার সাথে দেখা করার জন্য মন আনচান করছে খুব আজ।

মিথিলাকে পছন্দ হয়েছে কিনা সেটা আর জানা যায়নি, তবে সেদিন দুপুরে খাবারের টেবিলে হাড্ডি চিবাতে চিবাতে রান্নার খুব প্রশংসা করছিল সবাই।

বিষয়: বিবিধ

৯৫৪ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

202459
০৪ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৫৫
সুশীল লিখেছেন : ভালো লাগলো
০৪ এপ্রিল ২০১৪ রাত ১০:৫১
152058
বাকপ্রবাস লিখেছেন : খুব করে ধন্যবাদ জানবেন
202481
০৪ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২২
রাইয়ান লিখেছেন : এরকম অনুগল্প আরো পড়তে চাই ! Thumbs Up
০৪ এপ্রিল ২০১৪ রাত ১০:৫৩
152060
বাকপ্রবাস লিখেছেন : ইনশাআল্লাহ দোয়া করবেন, অণুগল্পের একটা ফেইসবুক গ্রুপ আছে যেটা ইনফিউচার অণুগল্পকে খুবই উচ্চমার্গে নিয়ে যাবে, এড্রেস লাগলে বলবেন, যদি লিখতে চান তাহলে ধারণা পেতে খুব কাজে দেবে
202502
০৪ এপ্রিল ২০১৪ রাত ০৮:২৬
বৃত্তের বাইরে লিখেছেন : সুনিশ্চিত শিকারীর গ্রাস কেউ এড়াতে পারেনা। দিনশেষে সকলেই ফিরে যায় নিজ নিজ ধ্বংসস্তুপে।ভালো লাগলো ছোট্ট গল্পটা Good Luck Rose
০৪ এপ্রিল ২০১৪ রাত ১০:৫৫
152061
বাকপ্রবাস লিখেছেন : হুম ঠিক তাই, আমরা মৃত্যুর হিসবা করিনা, হয়তো ৩০ আগেই কত প্ল্যান করলাম দেখা যাবে ৩০ মিনিট পর শূন্য পৃথিবী
202512
০৪ এপ্রিল ২০১৪ রাত ০৮:৪৯
০৪ এপ্রিল ২০১৪ রাত ১১:২৯
152071
বাকপ্রবাস লিখেছেন : ধইন্যাপাতা জনাবGood Luck Good Luck
202532
০৪ এপ্রিল ২০১৪ রাত ১০:৩৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎকার গল্পটির জন্য ধন্যবাদ।
তবে কোন মোরগ মুরগিরে নিয়া বিরহে আক্রান্ত হয়না। কতদিন বড় মোরগ এর গোস্ত খাইনা!!!!
০৫ এপ্রিল ২০১৪ রাত ১২:৩১
152084
বাকপ্রবাস লিখেছেন : Tongue Tongue Tongue
202539
০৪ এপ্রিল ২০১৪ রাত ১০:৪১
ফেরারী মন লিখেছেন : রাইয়ান লিখেছেন : এরকম অনুগল্প আরো পড়তে চাই

সহমত
০৫ এপ্রিল ২০১৪ রাত ১২:৩১
152085
বাকপ্রবাস লিখেছেন : আপ্রান চেষ্টিত থাকিব.....ধন্যবাদ রইল

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File