কৃত্রিম ভালবাসাকে আমি ঘৃনা করি

লিখেছেন লিখেছেন সত্যলিখন ০৪ এপ্রিল, ২০১৪, ১২:৫৫:১৪ দুপুর

কৃত্রিম ভালবাসাকে আমি ঘৃনা করি



বাবার ভালবাসা ভান্ডার ছিলো খুবই ছোট ,

শিশুকালেই সব ভালবাসা উজাড় করে দিয়ে

বাবার দায়িত্ব সমার্পন করে চলে যায় প্রভুর ডাকে ।

মায়ের ভালবাসার পবিত্র আচলের ছায়া ছিল অতিক্ষীন,

ভালবাসার সকল বাধন ছিন্ন করে মাও চলে যায় পরপারে।

যাকে যখন ভালবাসা পাবো বলে বুকে জড়ায়ে নিয়েছি,

সেই আমার ভালবাসাকে দূর্বলতা ভেবে গেছে চলে।

এই পৃথিবীর সবাই তো ভালবাসা পেতে চায় ,তাই আমি

ভালবাসা খুজেছি ইটপাথরের পাঠশালার সহপাঠির মাঝে,

আরো খুজেছি জীবন চলার পথের সহযাত্রীদের মাঝে ।

ভালবাসা খুজেছি প্রিয়জনদের নিরেট পাথরের হৃদয়ে,

ভালবাসা খুজেছি পাষান পাষানী স্বজনের মাঝে ,

মরিচিকার ন্যায় কৃত্রিম ভালবাসাকে আমি ঘৃনা করি" ।

আমি পবিত্র ভালবাসা দেখেছি দুই শালিকের মাঝে ,

আরো দেখেছি স্বচ্ছ দিঘির জলে ফোটা লাল পদ্মে,

স্বচ্ছ দর্পনের মত দেখেছি কোরানের সৈনিকদের হৃদয়ে।

আমি ভালবাসা পেয়েছি প্রভূর ডাকে আত্নবিভোর হয়ে,

আরো পেয়েছি আমার রসুলের প্রেমে ঝরা নয়নের জলে,

সেই ভালবাসার জন্য শহিদী মরনকে আমি ভালবাসি।

বিষয়: বিবিধ

৩১১২ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

202485
০৪ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১৭
সূর্যের পাশে হারিকেন লিখেছেন :
এই পৃথিবীর সবাই তো ভালবাসা পেতে চায় ,তাই আমি
ভালবাসা খুজেছি ইটপাথরের পাঠশালার সহপাঠির মাঝে,
আরো খুজেছি জীবন চলার পথের সহযাত্রীদের মাঝে ।
ভালবাসা খুজেছি প্রিয়জনদের নিরেট পাথরের হৃদয়ে,
ভালবাসা খুজেছি পাষান পাষানী স্বজনের মাঝে ,
মরিচিকার ন্যায় কৃত্রিম ভালবাসাকে আমি ঘৃনা করি"।

আমিও খুঁজেছিলাম এসব জায়গায়,
কিন্তু হায়,
ভালোবাসা যে আমার কপালে নাই!
Broken Heart Broken Heart Broken Heart
০৪ এপ্রিল ২০১৪ রাত ১০:৫৭
152062
সত্যলিখন লিখেছেন : "হতাশ হয়ো না!
কেননা সবচেয়ে তীব্র হতাশার
মূহুর্তগুলোতে আল্লাহ আশার
আলো পাঠিয়ে দেন। ভুলে যেয়ো না,
চারপাশ আঁধার
করে আসা ঘনকালো মেঘ থেকেই তুমুল
বৃষ্টিটা হয়ে থাকে।" ~রুমী
202528
০৪ এপ্রিল ২০১৪ রাত ১০:৩১
০৪ এপ্রিল ২০১৪ রাত ১০:৫৯
152063
সত্যলিখন লিখেছেন : আলহামদুলিল্লাহ ।
জাযাকাল্লাহু খাইর ফিদ দুনিয়া ওয়াল আখিরাত ।
202537
০৪ এপ্রিল ২০১৪ রাত ১০:৪০
ফেরারী মন লিখেছেন : জাজাকাল্লা খায়র... অনেক ভালো লাগলো পড়ে
০৪ এপ্রিল ২০১৪ রাত ১১:০০
152064
সত্যলিখন লিখেছেন : আলহামদুলিল্লাহ ।
জাযাকাল্লাহু খাইর ফিদ দুনিয়া ওয়াল আখিরাত ।
202666
০৫ এপ্রিল ২০১৪ সকাল ১১:১০
সিটিজি৪বিডি লিখেছেন : আমরা আপনার ভালবাসা চাই আপা..আপনার লিখনির মাধ্যমে আমাদের যে উপকার করে যাচ্ছেন সেই উপকার আমরা কোন দিন ভুলতে পারব না।
০৭ এপ্রিল ২০১৪ রাত ০১:৩২
152905
সত্যলিখন লিখেছেন : আলহামদুলিল্লাহ । আমার লিখাকে নয় ইসলামকে ভালবেসে আমার লিখা পড়ার জন্
আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতের সব চেয়ে উত্তম প্রতিদান দান করুন ।http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2662/sottolikhon/42288#.U0GqDqJQVcq

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File