অল টাইম মাইরের উপর
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৪ মার্চ, ২০১৪, ০৯:৪০:৫৯ সকাল
দিনের শেষে রাত্রি আসে
বাবা কষে দেয় থাপ্পর,
পড়তে বসে ঘুম আসে
চেয়ার উল্টে ধুম চক্কর।
রাত্রি শেষে দিন আসে
মা কষে দেয় থাপ্পর,
বিছানাটা যায় ভেসে
জোয়ার এসে সব গড়বড়।
দুপুর শেষে বিকেল আসে
ভাইয়া হেসে দেয় থাপ্পর,
এইদিকে না ওই দিকে যা
অন্য কোথাও যাও বান্দর।
বিকেল শেষে সন্ধ্যা আসে
বোনটা কেশে দেয় থাপ্পর,
মশাটা ইশ উড়ে গেল
বিগড়ে মেজাজ হুম ধাত্তর।
বিষয়: বিবিধ
৯০০ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রাত্রি শেষে দিন আসে
মা কষে দেয় থাপ্পর,
বিছানাটা যায় ভেসে
জোয়ার এসে সব গড়বড়।
আপনার ঘটনা
আমি লিখলাম
রাগ করবেননা
দাঁড়ান তবে ঘটনাটা:
মায়ের কাছে শুনি
জোয়ার কেন বাঁধ মানেনা
কান মলে দিক এখুনি
আপু কি আর এমনি বলে
ভাইটা ভীষণ পাজি
যাচ্ছি আমি বাবার কাছে
নালিশ দিব আজই
আমি নাই আমি নাই
জোয়ার নই ভাটার টানে
তলে যাই তলে যাই
মন্তব্য করতে লগইন করুন