কওমি মাদ্রাসা নিয়ে ভাবনা !
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ২৪ মার্চ, ২০১৪, ১০:০৭:১৯ সকাল
গেল কোরবানীর ঈদের পর বিবিসি বাংলা কওমী মাদ্রাসার জনাকয়েক ছাত্রকে নিয়ে একটি প্রতিবেদন প্রচার করেছিল । কোনরকম বিদ্ধেষ বা শত্রুতাহীন মন নিয়েই প্রতিবেদনটির সারমর্ম নিয়ে কিয়ৎ আলোকপাত করার চেষ্টা করব ।
প্রতিবেদনটি মূলত কোরবানীর ঈদে মাদ্রাসার ছাত্ররা কিভাবে কাটায় তার উপর ভিত্তি করেই ছিল । প্রত্যেকের কাছেই কোরবানীর ঈদটি অন্যরকম আনন্দের ছিল । তাদের মূল কাজের মধ্যে মাদ্রাসার জন্য চামড়া কালেকশন । যেহেতু মাদ্রাসাগুলো সরকারী কোন অনুদান পায়না বা নেয়না এবং অনেক এতিম ছাত্র পড়াশুনা করে তাই খরচের টাকা তাদেরকে এভাবেই যোগাড় করতে হয় ।তারা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে সিনিয়র-জুনিয়র মিলে চামড়া সংগ্রহ করে এবং তা বিক্রি করে ।
াআরেকটি কাজ তারা করে, গরু, ছাগল, মহিষ ইত্যাদি জবাই করা । সিনিয়রদের সাথে থেকে জবাই কাজের সূচনা শুরু হয় । অর্থাৎ প্রথমে ট্রেনিং পর্ব তারপর শুরু হয় জবাইয়ের পালা । গত ঈদে একেকজন সর্বমোট কয়টি করে গরু, ছাগল জবাই দিয়েছিল । কিভাবে জবাই দেয়ার কাজ প্রথম শুরু করেছিল । ইত্যাদি ইত্যাদি ।
প্রতিবেদনটি শুনে অনেকের কাছে একটি করুন বাস্তবতা ও ভুল বুঝাবুঝির তৈরী হতে পারে । কওমী মাদ্রাসাগুলোতে ছাত্রদের দিয়ে চামড়া কালেকশন করে টাকা সংগ্রহের চেয়ে সরকারি অনুদান নিলে কি শিক্ষা ব্যবস্হাটির আসল উদ্দেশ্য হাসিল হবেনা । সরকার বিভিন্ন ক্ষেত্রে অবৈতনিক শিক্ষা কার্যক্রম চালু করেছে । সরকার মানে আওয়ামিলীগ বা বিএনপির বাপ-দাদার তালুক নয় । দেশের মানুষের ট্যাক্সের টাকায় চলছে দেশ। গরু-ছাগল জবাইয়ের জন্য ছোট-ছোট ছেলেদের কেন এত দরকার পড়ল ? গরীব বলে কি ? আল্লামা শফি সাহেবরা অনেক আলেম প্রডাকশন দিচ্ছেন । আর উনারা আলেম হয়ে সমাজ সংষ্কারের জন্য কি কি অবদান রাখছেন তার মূল্যায়নও করা উচিত ।
মনে রাখা উচিত, আলেমরাই সমাজের সবচেয়ে সম্মানিত লোক হওয়ার কথা । খয়রাতির চামড়া কালেকশন, পশু জবাইয়ের মত ছোটখাট কাজ করে অবমূল্যায়িত হচ্ছেন কিনা তা ভেবে দেখা জরুরী ।
বিষয়: বিবিধ
৯৮১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন