অন্তর মহল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ মার্চ, ২০১৪, ১১:৪৮:১৬ সকাল
তুমি দেখতে ভাল জানি
গুণটা ও আছে মানি
তোমার ভক্ত রাশি রাশি
খাচ্ছে কত মত্ত ফাঁশি।
তোমায় করছে সবাই মিস
লাখে তুমি ওয়ান পিস
তোমায় মিছে ভেবে ইস!
কলা গাছে খাচ্ছে কিস।
কিযে মধুর তোমার হাসি
এতো দেখি হযনা বাসি
হিংসেয় মরে পিসি মাসি
বাদ পড়েছেনা সেবা দাসি।
তোমার চুলে শ্যাম্পু দিলে
পাড়ার ছেলে ওলে ওলে
ধরছে গান কোরাজ তুলে
জানে মার্ডার ফুটা দিলে।
তোমার ঠোটের লিপ স্টিক
লাল খয়েরি পানের পিক
যাহাই তুমি লেপটে দিচ্ছ
রানি বিদ্যা সবাই তুচ্ছ।
কিযে তোমার চলার ধরন
হাই হিলের খড়ম খড়ম
ফেলছ পা কোমড় বেকে
বোলটা যেন তবলার বুকে।
আহা আহা ইস ইস
চলছে শুধু ফিস ফিস
কার মোবাইলে কাট পিস
আমায় একটু দেখতে দিস।
দিচ্ছে টহল চোর পুলিশে
অন্তর মহল এক বালিশে
দুই মিনিটের চোখের দোলা
মন মগজে হচ্ছি ঘোলা।
দেখছি রোজ আসতে যেতে
স্বপ্নে ভাসছি দুই মিনিটে
দেখছি আর হচ্ছি পাগল
ক্লথ ষ্টোরের বার্বি ডল।
বিষয়: বিবিধ
১১৫১ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ল্যাম্পোস্টকে জড়িয়ে বলি ডার্লিং---
মোর কবিতা ক্যামন নাগিল বাহে??
খাচ্ছে কত মত্ত ফাঁশি।
এই প্যারাটা বুঝিনি!
এমন কবিতা লেখাছাই
পড়লে হৃদয়ে খাই, খাই
সুরভিত করবে সবার জীবন।।
------- ধন্যবাদ আপনাকে।------
লাখে তুমি ওয়ান পিস
তোমায় মিছে ভেবে ইস!
কলা গাছে খাচ্ছে কিস।
মন্তব্য করতে লগইন করুন