রতন ভাই কি করলেন!

লিখেছেন লিখেছেন রাফি রোহান ১৫ মার্চ, ২০১৪, ১২:৪২:৫২ দুপুর

গল্প আসলে নানাবিধ কারণে তৈরি হয়। কিছু গল্প আছে সাময়িক হাসি-খুশিকে উৎসাহিত করে। এমন কিছু ঘটনা বাস্তবে ঘটে যায় যা অন্যের মুখে অন্তত মুচকি হাসির যোগান দিতে পারে।

Unlucky Unlucky Unlucky Unlucky Unlucky Unlucky

দু:খ প্রকাশ করছি দেরি করিয়ে দেয়ার জন্য

গতকাল জয় ভাই খুব আগ্রহ সহকারে আমাদের কয়েকজনকে বললেন দুইটি গল্প শোনাবো আশা করি খুব মজা পাবা।

আমরা খুব মনোযোগের সাথে গল্প শুনতে লাগলাম।

বলছি, তার আগে একটু হেসে নেই Oh go On Oh go On Oh go On Oh go On Oh go On Oh go On Oh go On

রতন ভাই মটর সাইকেল নিয়ে বগুড়া গিয়েছেন। পেছনের সীটে বসেছিলেন হাফিজ ভাই। ফেরার পথে হাফিজ ভাইয়ের পানি ছাড়ার বেগ পেয়েছিল। রতন ভাইকে মোটর সাইকেল থামাতে বললে রতন ভাই তাৎক্ষনিকভাবে স্টার্ট বন্ধ করে দিলেন। হাফিজ ভাই একটু জনবিচ্ছিন্ন এলাকা দেখে তার কার্যক্রম শুরু করলেন।

অন্যদিকে রতন ভাই মনের সুখে পান চিবুচ্ছিলেন। ছাগলে যেভাবে জাবড় কাটে ঠিক সেভাবে। পান চিবুনোর দিকে তার বিশেষ মনযোগ।

একসময় মোটর সাইকেল হালকা দুলে উঠলো। রতন ভাই মোটর সাইকেল স্টার্ট দিলেন পেছনের দিকে না তাকিয়েই। যাচ্ছেন তো যাচ্ছেন। পান চিবুচ্ছেন আর সামনে দিকে তাকিয়ে ড্রাইভারগিরি করছেন। প্রায় ১০ কিলোমিটার যাওয়ার পর কি মনে করে তিনি গাড়ি দাড় করালেন। তখনই মোবাইল বেজে উঠলো দেখলেন হাফিজ ভাই কল করেছেন।

রতন ভাই পেছনে তাকালেন। দেখলেন হাফিজ ভাই নেই।

পরে জানা গেলো সেই স্থানে হাফিজ ভাইকে ছেড়ে রতন ভাই চলে এসেছিলেন। Music Music Unlucky Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

বিষয়: বিবিধ

১০১৭ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

192481
১৫ মার্চ ২০১৪ দুপুর ০১:০৮
নজরুল ইসলাম টিপু লিখেছেন : একসময় মোটর সাইকেল হালকা দুলে উঠলো। রতন ভাই মোটর সাইকেল স্টার্ট দিলেন পেছনের দিকে না তাকিয়ে.....।

কেন যে মটর হালক দুলিয়ে উঠল ব্যাখাটা আসেনি। অবশ্যই বিব্রতকর অবস্থা।
১৫ মার্চ ২০১৪ দুপুর ০১:১৬
143293
রাফি রোহান লিখেছেন : রতন ভাইতো পান চিবানোর দিকে এতো বেশি মনযোগ দিয়েছেন যে, বাতাসে হোক কিংবা যেভাবেই হোক মোটর সাইকেল দুলে উঠেছে। আর তিনি মনে করেছিলেন হাফিজ ভাই উঠে গেছেন।...
192501
১৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:১২
শফিউর রহমান লিখেছেন : বালের গল্পের মতো ...
192502
১৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:১৩
অনেক পথ বাকি লিখেছেন : ভালো লাগলো। ধন্যবাদ।আপনি ওনেক ভালো লিখেন।
192508
১৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:১৯
সজল আহমেদ লিখেছেন : বেচারা হাফিজ!এইটা ঠাট্টার এবারের সংখ্যায় পাঠান আমি নিশ্চিত তারা ছাপাবেন।
192523
১৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৯
ফেরারী মন লিখেছেন : উপ্রে লিখে দেন যে রম্যগল্প। হাহাহাহা Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor দারুণ মজা পেলাম
192536
১৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪০
মিডিয়া ওয়াচ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File