দিন তো ফুরিয়ে যাবে
লিখেছেন লিখেছেন রাফি রোহান ০৯ মার্চ, ২০১৪, ০৫:২৯:৩৬ বিকাল
দেখতে দেখতে কত সময় চলে যাচ্ছে। কারো কারো সাথে মাঝে মাঝে অভিমান। অতিবন্ধুত্ব। আবার ঝড়রে আভাস। এভাবেই মূলত আমাদের দিনগুলি চলে যাচ্ছে। কেউ কেউ টের পাই আবার কেউ তা পাচ্ছি না। তবে ব্যাথা বেদনা যা-ই থাকুক না কেন আমাদের তো জীবন তার গতিতেই প্রবহমান তাই না?
আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে। ভাবতে বসলেই আশার আকাশে অন্ধকার নেমে আসে। কেউ যদি বলেন পৃথিবীতে আমি থাকতে চাই না। তা কি সম্ভব? একদিন ঠিকই চলে যেতে হবে।
গুরুজন বলেন, পৃথিবীতে আনন্দ নিয়ে থাকতে হবে। মনকে সদা প্রস্তুত রাখতে হবে। কাজে মনযোগ দিতে হবে। সবাই কি আর এসব কথা মনে রাখেন? মনে রাখার কথাও না। কেউ পজেটিভ প্রতিক্রিয়া দেখান কেউ বা নেগেটিভ।
আমার ভাবতে ভালো লাগে যখন আমরা একে অপরকে সহযোগিতার জন্য এগিয়ে আসি। বিপদের কথা শুনলে অনেকেই ভয় পাই। পালিয়ে বেড়াই। কিন্তু সেই বিপদ থেকে উদ্ধারের পরে মনে হয়- আহ! কি প্রশান্তি।
সেরকমভাবেই আমরা যে বিপদের মধ্যে অবস্থান করছি সেই বিপদকে মোকাবিলা করা প্রয়োজন একত্রে। একতাবদ্ধভাবে। দিনতো ফুরিয়ে যাবে। এই দিন আর ফিরে আসবে না। তাই চোখ-কান খোলা রেখে আমাদের প্রতিটা দিনকেই কঠোর পরিশ্রমের দিন হিসেবে লিপিবদ্ধ করা উচিত।
আমি কি বেশি জ্ঞানের কথা বলে ফেললাম? আসলে আমার ভাবনার বিষয়গুলোর বর্ণনা করেছি মাত্র। সবাই ভালো থাকবেন।
বিষয়: বিবিধ
১০৮৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন