ফেইসবুক

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ মার্চ, ২০১৪, ০৯:০৩:২৩ সকাল



ফেইসবুকে ভাসছে যাহা খাচ্ছি সবই গিলে

মারছি ঢিল করছি ফি’ল লাগবে যদি জালে।

বলছি সত্য বলছি মিথ্যে যাচ্ছি বলে সবই

হচ্ছি গায়ক গাইছি গান হচ্ছি আবার কবি।

ফেইসবুক দেয় ডুব চালাক চতুর উজবুক

আছে ভাল আছে মন্দ আছে গন্ধ চুক চুক।

মারছি লাইক করছি শেয়ার হাবিজাবি কত্ত কি

আসছে ভেসে হেসে হেসে জোয়ান বুড়া নর্তকি।


ফেইসবুক ধুক ধুক প্রেম যদি হয়ে যায়

কক্সবাজার চলে যাব যদি সেই চান্স পাই।

তিন মাস চেট করে বুঝা গেল অবশেষে

প্রেমিকা পুরুষ ছিল আছে সে নারী বেসে।

লুক লুক ফেইসবুক নাড়ে কড়া বিশ্ব

মন্দটা বেছে নিয়ে হবে কেন নি:স্ব।

পরিমিত ব্যবাহারে বেছে নেব ভালটা

তাই হোক ফেইসবুক জলে উঠুক আলোটা।


বিষয়: বিবিধ

১০২৬ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

191022
১২ মার্চ ২০১৪ সকাল ০৯:৫১
প্রেসিডেন্ট লিখেছেন : মুখ নেই তবু নাম তার ফেসবুক,
অনলাইনে ভাসে পরিচিত সব মুখ।
১৩ মার্চ ২০১৪ রাত ০১:০৮
142375
বাকপ্রবাস লিখেছেন : কেউ থাকে উন্মোখ আর কেউ চুক চুক
191037
১২ মার্চ ২০১৪ সকাল ১০:৫৯
বাংলার দামাল সন্তান লিখেছেন : মনে হয় এবার ফেসবুককে ফেসওয়াশ করা দরকার।
১৩ মার্চ ২০১৪ রাত ০১:১০
142379
বাকপ্রবাস লিখেছেন : Tongue Tongue Tongue
191069
১২ মার্চ ২০১৪ সকাল ১১:৫০
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৩ মার্চ ২০১৪ রাত ০১:১০
142380
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
191104
১২ মার্চ ২০১৪ দুপুর ১২:৫০
আবু তাহের মিয়াজী লিখেছেন : লুক লুক ফেইসবুক নাড়ে কড়া বিশ্ব

মন্দটা বেছে নিয়ে হবে কেন নি:স্ব।

পরিমিত ব্যবাহারে বেছে নেব ভালটা

তাই হোক ফেইসবুক জলে উঠুক আলোটা। Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up
১৩ মার্চ ২০১৪ রাত ০১:১০
142381
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Love Struck Love Struck
191291
১২ মার্চ ২০১৪ রাত ০৮:৪২
সজল আহমেদ লিখেছেন : কবি সাহেব আজ প্রথম আপনার কবিতায় যাচ্ছি(বলছি মিথ্যা জাচ্ছি সবই ভুলে) বানানটা ভুল দেখলাম!টাইপের সময় বোধ হয় আনমনা ছিলেন।এডিট করে নিবেন সময় পেলে।ফেসবুক কবিতাটা অনেক সুন্দর হয়েছে।
১৩ মার্চ ২০১৪ রাত ০১:১৩
142388
বাকপ্রবাস লিখেছেন : থেঙ্কু ভাইযান, আসলে মাথা কাজ করেনা, পুরোদিন অপিস করি, এসে একটু রিলেক্স হই আর গান শুনি পারলে কিছু লিখি, গানটা টু মাচ শুনি, একই গান বার বার শুনি, গান থেকেই বের হয় কিছু একটা সেটা লিখি ব্লগে, বানান ভুল আমার একটা বিরাট সমস্যা তবে অনাকাংখিত ভুল হলে আমারও খারাপ লাগে, কেউ শুধরে দিলে কিন্তু উপকৃত হই, তাহলে সেইম ভুলটা হবার সম্ভবনা কম থাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File