ফেইসবুক
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ মার্চ, ২০১৪, ০৯:০৩:২৩ সকাল
ফেইসবুকে ভাসছে যাহা খাচ্ছি সবই গিলে
মারছি ঢিল করছি ফি’ল লাগবে যদি জালে।
বলছি সত্য বলছি মিথ্যে যাচ্ছি বলে সবই
হচ্ছি গায়ক গাইছি গান হচ্ছি আবার কবি।
ফেইসবুক দেয় ডুব চালাক চতুর উজবুক
আছে ভাল আছে মন্দ আছে গন্ধ চুক চুক।
মারছি লাইক করছি শেয়ার হাবিজাবি কত্ত কি
আসছে ভেসে হেসে হেসে জোয়ান বুড়া নর্তকি।
ফেইসবুক ধুক ধুক প্রেম যদি হয়ে যায়
কক্সবাজার চলে যাব যদি সেই চান্স পাই।
তিন মাস চেট করে বুঝা গেল অবশেষে
প্রেমিকা পুরুষ ছিল আছে সে নারী বেসে।
লুক লুক ফেইসবুক নাড়ে কড়া বিশ্ব
মন্দটা বেছে নিয়ে হবে কেন নি:স্ব।
পরিমিত ব্যবাহারে বেছে নেব ভালটা
তাই হোক ফেইসবুক জলে উঠুক আলোটা।
বিষয়: বিবিধ
১০৬১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনলাইনে ভাসে পরিচিত সব মুখ।
মন্দটা বেছে নিয়ে হবে কেন নি:স্ব।
পরিমিত ব্যবাহারে বেছে নেব ভালটা
তাই হোক ফেইসবুক জলে উঠুক আলোটা।
মন্তব্য করতে লগইন করুন