বিয়ে না হওয়া মেয়েদের কথা:(৪র্থ পর্ব)
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ১৩ মার্চ, ২০১৪, ১২:৪৪:৪৮ দুপুর
বিয়ে না হওয়া মেয়েদের কথা:(৪র্থ পর্ব)
আমার এক মুহরেমাতের বান্ধবী হওয়ার কারনে চিনতাম। শান্ত মিষ্ট দুষ্ট শ্যাম বালিকা বলতে যা বুঝায় মেয়েটি ঠিক তেমনি। হাইট ভাল। কিউট ও সুন্দরী। আমার বছর দুই তিনেকের বড়। স্কুল জীবনে বেশ বুঝতে পারতাম এলাকার পোলাপাইন এর সাথে একটু কথা বলতে পারলেই প্রাউড ফিল করত। সরকারী কমকর্তা পরিবারের মেয়ে। আধুনিক একটি ফ্যামিলি ইসলামী আন্দোলনের সাথে জড়িত হয়ে যায়। জাস্ট আমাদের আনা গোনা ছিল ঐই পরিবারে। পরে মেয়ের বড়ভাই একেবারে বৃহত্তর সংগঠনের সদস্য হয়ে যান। সুবহানাল্লাহ। প্রবীন বয়সে মাইন্ড চ্যাঞ্জ হওয়া চাট্টিখানি কথা!
নদী বয়ে চলে জীবনও বয়ে চলে। জীবনের নিয়মে মেয়েটি পাসকোর্স থেকে বিএসসি এমএসসি পাশ করে। মধ্যবিত্ত ঘরের মেয়ে বলে কথা। চেষ্টা করতে থাকে একটি চাকরীর একটু ঘুচিয়ে নেয়ার। এরই মাঝে ঘটে এক র্দুঘটনা।মেয়েটির ঋণ করা কয়েক লাখ টাকা মেরে দেয় কেহ। চাকরী করে মেয়েটি ঋনের টাকা পরিশোধ করে। জীবন যুদ্ধে হেরে না গেলেও সম্ভবত বিয়ে যুদ্ধে হেরে যায় মিষ্ট বালিকা। হঠাৎ একদিন দেখা। সাহস করে জিজ্ঞাসা করলাম ফুফু বিয়ে করেননা কেন? উত্তর আসে "লোকমান স্ক্রাফ (বাতিলের খাতা) হয়ে গেছি ...কে আমাকে বিয়ে করবে? কে নিতে চাইবে?" খুব কষ্টে চোখের পানি লুকিয়ে ফুফীর সামনে থেকে পালিয়েছি।
হয়ত সমাজ সামান্য এগিয়ে আসলে বসন্ত কোকিল ডেকে উঠবে কুহুতানে।বসন্তের তাজা ফুলগুলো সৌরভ বিলাবে জীবনে। দুর্বাঘাসের উপর শীতের কুয়াশার শিশিরবিন্দু প্রভাতের সূর্যালোকে ঝিকমিক করে উঠবে। স্রষ্টা দিয়ে দাওনা তাকে সুন্দর একটি সংসার। যেখানে আনন্দরা ডানা মেলে আকাশে।
বিষয়: বিবিধ
১৪৪৯ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
how we can solve these...any institute , club , organizations..have there, what we thinking
৪ টার বেশী তো আর বিয়ে করতে পারবেন না । '' অবিবাহিতাহিতৈষী নিবাস'' এর মাধ্যমে সেবা তো দিতে পারবেন !
০ ঠিক বলেছেন , সেই অনুযায়ীই চলবেন ।
( কিছুদিন ধইরা ভালই তাল বেতাল পোস্ট দিতাছেন , কমেন্ট করতাছেন)
ক্বুরআনে যেটা স্পষ্ট বলা আছে তার উপর ইজমা-কিয়াস আনি না ।
কোথায় থাকেন? বাস্তব জগতে আলাপ আলোচনা করতে চাই।
we kind request our bloggers, pls send us some advise,suggestions in this regards. Jazakallah khair.
ফেলে আপনার লেখা পড়ছি।
মন্তব্য করতে লগইন করুন