লোডশেডিং এর রাতে

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১০ মার্চ, ২০১৪, ১১:৪৩:৩৭ সকাল



লোড লোডশেডিং এর রাতে, আসতে পারো ছাদে

অল্প স্বল্প গল্প হবে, রাখবনা হাত, হাতে

ভয় পেয়না, আমি জাপটে ধরবনা

একটু আধটু ছড়া লিখি, শুনতে মন্দ না।



আমি ভূতের গল্প জানি, শুনবে নাকি তুমি

ভাল ভূত মন্দ ভূত, আছে স্বস্তা দামি

ব্লগ ফেইসবুকে, লিখতে লিখতে শিখে

স্বরবৃত্ত মাত্রাবৃত্ত, বুঝিয়ে দেব তোকে।



লোড শেডিং এর রাতে, যদি আম্মু দেয় বকে

পড়ার বইটা বন্ধ করে, চলে এসো ছাদে

আমি তখন একা, ভাববো তোর কথা

ভয় দেখিয়ে বলবে তুমি, দেবে একদিন ধোকা।



যদি কেউ দেখে বলবে বাবাকে, তাই

বকবে বাবা আর ঝুলবে তালা ছাদের দরজাটায়

তোমার তখন যবার তাড়া আলো আসবার আগে

চাঁদটা তখন একলা আমার পুরো আমার ভাগে।


লোড শেডিং এর রাতে, আসবেনা সে আর ছাদে

গল্প বলার বন্ধু আমার, ঠিকানা বদলে গেছে

লোড শেডিং আছে, নাই শুধু মনের বন্ধুটা

তোর জন্য তাই আমার, ছন্দের এই ছড়াটা।

বিষয়: বিবিধ

১১৪৭ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

189885
১০ মার্চ ২০১৪ সকাল ১১:৫২
গেরিলা লিখেছেন : Love Struck Love Struck Love Struck Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১১ মার্চ ২০১৪ রাত ১২:১৪
141172
বাকপ্রবাস লিখেছেন : হাসেন কা? আমিতো হাত ও ধরিনাই ঝাপটাও মারিনাই
189896
১০ মার্চ ২০১৪ সকাল ১১:৫৮
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : অন্ধকারের রোমান্স!
Love Struck Love Struck Love Struck
১১ মার্চ ২০১৪ রাত ১২:১৪
141174
বাকপ্রবাস লিখেছেন : মজা পাইলেন মনে হয় তয় সাবধান, ভাবী কিন্তু পিঠের চামড়া রাখবেনা
189912
১০ মার্চ ২০১৪ দুপুর ১২:২৮
নোমান২৯ লিখেছেন : সেইরম হয়ছে ভাইয়া । Good Luck
১১ মার্চ ২০১৪ রাত ১২:১৪
141175
বাকপ্রবাস লিখেছেন : সেই রকম ধন্যবাদ
১১ মার্চ ২০১৪ রাত ১২:৫২
141201
নোমান২৯ লিখেছেন : সেই রকম ধন্যবাদ এর জন্য ধন্যবাদ ।
189973
১০ মার্চ ২০১৪ দুপুর ০২:৪৩
বিন হারুন লিখেছেন : শেয়াল কাঁদে ভাব দেখিয়ে
অন্ধকারের ছাদে
ভাগনে মোরগ আসলে কাছে
খামছে ধরে কাঁদে Happy
১১ মার্চ ২০১৪ রাত ১২:১৫
141176
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor কিছু কওনের আর পথ রাখেননাই
189998
১০ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪৩
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১১ মার্চ ২০১৪ রাত ১২:১৫
141177
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ সুশীল
190137
১০ মার্চ ২০১৪ রাত ১০:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এমনিতে লোড শেডিং এর যন্ত্রনায় অষ্থির। আর আপনে লোড শেডিং এর পক্ষে লেখতেসেন। নাকি শ্রিঘ্রই মন্ত্রি হওয়ার খায়েশ হয়েছে।
১১ মার্চ ২০১৪ রাত ১২:১৬
141178
বাকপ্রবাস লিখেছেন : প্রধনমন্ত্রীর বাজার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করিতেছি প্রমোশন হইবে বলে মনে হইতেছেনা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File