লোডশেডিং এর রাতে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১০ মার্চ, ২০১৪, ১১:৪৩:৩৭ সকাল
লোড লোডশেডিং এর রাতে, আসতে পারো ছাদে
অল্প স্বল্প গল্প হবে, রাখবনা হাত, হাতে
ভয় পেয়না, আমি জাপটে ধরবনা
একটু আধটু ছড়া লিখি, শুনতে মন্দ না।
আমি ভূতের গল্প জানি, শুনবে নাকি তুমি
ভাল ভূত মন্দ ভূত, আছে স্বস্তা দামি
ব্লগ ফেইসবুকে, লিখতে লিখতে শিখে
স্বরবৃত্ত মাত্রাবৃত্ত, বুঝিয়ে দেব তোকে।
লোড শেডিং এর রাতে, যদি আম্মু দেয় বকে
পড়ার বইটা বন্ধ করে, চলে এসো ছাদে
আমি তখন একা, ভাববো তোর কথা
ভয় দেখিয়ে বলবে তুমি, দেবে একদিন ধোকা।
যদি কেউ দেখে বলবে বাবাকে, তাই
বকবে বাবা আর ঝুলবে তালা ছাদের দরজাটায়
তোমার তখন যবার তাড়া আলো আসবার আগে
চাঁদটা তখন একলা আমার পুরো আমার ভাগে।
লোড শেডিং এর রাতে, আসবেনা সে আর ছাদে
গল্প বলার বন্ধু আমার, ঠিকানা বদলে গেছে
লোড শেডিং আছে, নাই শুধু মনের বন্ধুটা
তোর জন্য তাই আমার, ছন্দের এই ছড়াটা।
বিষয়: বিবিধ
১১৪৭ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অন্ধকারের ছাদে
ভাগনে মোরগ আসলে কাছে
খামছে ধরে কাঁদে
মন্তব্য করতে লগইন করুন