শাহবাগীদের প্রতি খোলা চিঠি।
লিখেছেন লিখেছেন বদর বিন মুগীরা ১০ মার্চ, ২০১৪, ১২:০০:৫৪ দুপুর
Dear শাহবাগীরা,
তোমরা কেমন আছো?মনে হচ্ছে,আগের মত খুব একটা ভালো নেই।কিভাবে ভালো থাকবা?সরকার এখন আর তোমাদের আগের মত পুলিশি নিরাপত্তা,বিরিয়ানী আর টাকাও দেয়না।অবশ্য সরকারের এখন আর তোমাদের দরকার নেই।
যাক!যা লিখবো বলে তোমাদের সম্বোধন করেছি।তোমরা নাকি ইদানিং একটু বেশী লাফাচ্ছো।কেনো তোমরা এত বেশী ছটফটাও?তোমরা কি আসলেই দেশপ্রেমিক নাকি অন্য কারো উদ্দেশ্য হাসিলের জন্য দেশের স্বার্থকে বিকিয়ে দিচ্ছো?
হে গাঁজাখোর তরুণ সমাজ,
তোমরা কিছুদিন পূর্বে পাকিস্তান হাইকমিশন অভিমুখে যাত্রা করেছো।পাকিস্তান নাকি অভ্যন্তরীন বিষয়ে নাক গলিয়েছে।তারা বলেছে,কাদের মোল্লা নির্দোষ ছিলেন।এটাই তাদের আমাদের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ।কিন্তু ভারত যখন আমাদের নির্বাচন কথা বলে,তখন এটা কি অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ নয়?ভারতের সাথে যখন আত্নঘাতী চুক্তি করা হয়,তখন কেন তোমাদের দেশপ্রেম জেগে উঠেনা?জাতিসংঘ মহাসচিবসহ যখন অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা কাদের মোল্লার মৃত্যুতে শোক প্রকাশ করে,তখন তোমাদের দূরবীন দিয়েও খুজে পাওয়া যায়না।
হে বাংলার কুলাঙ্গাররা,
আজ আবার যখন মীরপুর স্টেডিয়ামে বাঙ্গালীরা পাকিস্তানের পতাকা নিয়ে ঢুকে,তখন তোমাদের চ্যাতনা খাড়াইয়া যায়।কিন্তু তোমরাই আবার যখন ভারতীয় পতাকা হাতে স্টেডিয়ামে ঢুকো,তখন তোমাদের চ্যাতনা নেতিয়ে যায়। আসলে তোমাদের সমস্ত চুলকানী পাকিস্তান নিয়ে।মুসলিম দেশ বলে তোমরা পাকিস্তানের বিরুদ্ধে লেগে থাকো।তোমরা সব কিছু মেনে নিতে রাজী,কিন্তু ইসলাম নিয়ে কিছু হলেই তোমাদের চুলকানী শুরু হয়ে যায়।
হে পথভ্রান্ত জাতি,
মনে রেখো,সময় সবসময় সবার সমান যায়না।দিন একদিন আমাদেরও আসবে।তোমাদের প্রতিটা কার্যকলাপের হিসাব রেখে দিয়েছি।ইসলাম নিয়ে তোমাদের প্রতিটা অপকর্মের বিচার করা হবে ইনশাআল্লাহ।ব্যক্তিগত বিভেদগুলো ভুলে যেতে পারি,শত শহীদের খুনের নাজরানা ভুলে যেতে পারি,সংগঠনকে নির্মমভাবে নিশ্চিহূ করে দেয়ার আকাংখা মাফ করে দিতে পারি কিন্তু ইসলামকে নিশ্চিহূ করে দেয়ার আকাংখাকে ছেড়ে দিতে পারিনা।প্রতিটি কাজের পাই টু পাই বদলা নেয়া হবে ইনশাআল্লাহ।ততদিন পর্যন্ত বেঁচে থাকো,এই কামনা করি।
ইতি,
তোমাদের প্রাণের দুশমন
বদর বিন মুগীরা।।
বিষয়: বিবিধ
১১৭০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
No , no , no . এখন বাংলা পরীক্ষা চলছে , ভূগোল নিয়ে কথা নয় ।
শাহবাগীরা যা নিয়ে আন্দোলনে নেমেছে তা করে দেখিয়েছে ।
২৬ শে মার্চ মুগীরাদের উপর আবার মুগুর চালানো হবে ।
’জামাতমুক্ত গ্রাম’নিয়ে কত লাফানোই না লাফালো।আর কত গ্রাম যে আওয়ামী সন্ত্রাসমুক্ত তার কোন হিসাব নেই।
মন্তব্য করতে লগইন করুন