হিন্দী সিরিয়াল ও আমাদের সংস্কৃতি
লিখেছেন লিখেছেন বদর বিন মুগীরা ২২ এপ্রিল, ২০১৫, ০৮:৫২:৫৪ রাত
এক ফ্রেন্ড ‘সাংস্কৃতিক আগ্রাসনে হিন্দী সিনেমা ও সিরিয়ালে ভূমিকা’টপিকসের উপর টার্ম পেপার করছিলো।কয়েকদিন পূর্বে এটার তথ্য সংগ্রহ ও মানুষের মনে হিন্দী সিরিয়াল ও সিনেমার প্রভাব জন্য কিছু মানুষের সম্মুখীন হয়।
আমার সামনেই ক্লাসের এক মেয়ের কাছ থেকে হিন্দী সিরিয়ালের বিষয়ে জানার চেষ্টা করছিলো।
সে বলছিলো-তুমি কি হিন্দী কোন কিছু দেখো?
মেয়েটি বলছিলো-হ্যা।আমার হিন্দী সনি টিভি দেখতে খুব ভালো লাগে।ঐটার সিরিয়ালটা যা দারুণ হয়না!
সে আবার বলছিলো-এটার জন্য তো পরকীয়া,সংসার ভেঙ্গে যাওয়া এই ঘটনাগুলো ঘটছে?
-না।সনি টিভিতে এগুলো দেখায়না।স্টার জলসা,স্টার প্লাসে এগুলো হয়।
-আচ্ছা!তুমি কি মনে করো,এটি আমাদের দেশের জন্য ক্ষতিকর?
-হ্যা,তাতো অনেকটা মনেই হয়।
-তোমার কি মনে হয়,বাংলাদেশ সরকারের এই চ্যানেলগুলো বন্ধ দেওয়া উচিত?
মেয়েটি আমতা আমতা শুরু করলো।আমি পিছন থেকে বললাম-তোমার ওখানে কি No answer অপশন আছে?
সে বললো-হ্যা আছে।
বললাম-তাহলে সেটি লিখে দাও।বাংলাদেশের কোন মেয়ে এটার উত্তর দিবেনা।হ্যা বললে একটা অন্যায়কে সমর্থণ করা হয়।আবার না বললে সিরিয়ালের বিপক্ষে কথা বলা হয়ে যায়।
বন্ধুর শেষ প্রশ্নটা ছিলো-সরকার এই চ্যানেলগুলোকে বন্ধ করে দিলে তোমার প্রতিক্রিয়া কি হবে?
মেয়েটি চোখ বড় বড় করে বললো-কি বলছো!সরকার চ্যানেল বন্ধ করে দিবে?এটি সম্ভব নাকি?তাহলে আমরা টেলিভিশনে কি দেখবো?
বাঙ্গালীর অনুভূতি জ্ঞান টনটনে।যত খারাপ জিনিসই হোক,সেটি যদি নিজের ভালো লাগে বা নিজের পক্ষে যায়,তাহলে সেই খারাপটি ভালো হয়ে যায়।আবার প্রয়োজনের স্বার্থে অন্যের স্বার্থে সেটিকে মন্দ বলতে দ্বিধা করেনা।
হিন্দী আগ্রাসনের বিষয়টি সবারই জানা।গত ঈদের সময়ই সিরিয়ালের নায়িকার জামা কিনে না দেওয়ায় স্বামীকে তালাক দেওয়ার ঘটনা ঘটেছে।আবার স্বামীকে হত্যা করার ঘটনাও ঘটেছে।
আমি এগুলো বলছি,কিন্তু আমার পরিবারও হিন্দী সিরিয়ালমুক্ত নয়।অত্যধিক আসক্ত না হলেও মোটামোটি অনেকেই সিরিয়াল দেখে থাকে।আমি এর বিরুদ্ধে থাকায় থাকায় কেউ কেউ বলে-তুমি একটানা কয়েকদিন সিরিয়াল দেখো,তাহলে তুমিও এটায় আসক্ত হয়ে যাবে।
--বায়ান্ন ব্লগ থেকে নেয়া।
বিষয়: বিবিধ
১৪৮০ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কার এমন বুকের পাটা আছে যে এরকম ভয়াবহ রস্ক নেবে ?
মন্তব্য করতে লগইন করুন