মায়ানমারে মুসলিম শিশু হত্যা।

লিখেছেন লিখেছেন মানসুরা জেসমিন তানি ১০ মার্চ, ২০১৪, ১২:০৪:৪৮ দুপুর

মায়ানমারে মুসলিম শিশু হত্যা প্রসঙ্গে এই লেখাটির অবতরণ :

কতটুকুই বা দোষ ছিল আমার ...?

আমার ছোট ছোট হাত -পা,ছোট্ট একটা গন্ডির মধ্যে সীমাবদ্ধ মগজ...!

খুব বেশি চেয়ে ফেলেছিলাম কিনা জানিনা ....!

আমি তো শুধু একটু বেঁচে থাকতে চেয়েছিলাম ...!

আর সব শিশুদের মতোই আমিও বাবা -মা'র আদরে বড় হতে চেয়েছি...।

এই ধরণীর বুকে স্বকীয়তার কিছুটা স্বাক্ষর আমিও রাখতে চেয়েছিলাম .....!

কিন্তু ...!

কিন্তু .......

কিছু বুঝে ওঠার আগেই ...

আমাকে আর বুঝতে দেয়া হলো না.....!

আমাকে সরিয়ে দেয়া হলো তোমাদের দুনিয়া থেকে ....!

কতখানিই বা অপরাধ ছিল আমার ...!

আমি শুধু জানতাম, আমরা মুসলিম ...।

বাবা -মাকে সবসময় ভীত অবস্থায় দেখেছি ....সারাক্ষণ কি নিয়ে যেন ফিসফিসিয়ে কথা বলত...! তাঁরা যদিও আমাকে কিছুই বুঝতে দিত না,তবে এটুকু বুঝেছিলাম..."মুসলমানদের অনেক কষ্ট..."।

ওইটুকু বুদ্ধিতে আমি আর কতটাই বা চিন্তা করতে পারি, বলো...???

বেশ তো আমার দিন কেটে যাচ্ছিল ...

আম্মির ডাক শুনে ফজরে ঘুম থেকে ওঠা ...এরপর, কোরআন বুকে জড়িয়ে ধরে পাইন গাছে ঘেরা রাস্তাটি দিয়ে মক্তবে পড়তে যাওয়া ...একটু বেলা হলে ফের ঘরে ফেরা....!

বড়দের আলোচনা কান পেতে শুনতাম...যা বুঝেছিলাম,তার সারমর্ম এতটুকুই ছিল আমার কাছে যে,"আমরা যারা -মায়ানমারের রোহিঙ্গা মুসলিম, আমাদেরকে এদেশে আর থাকতে দেয়া হবে না...।"

এগুলো শুনে ভাবতাম,বড় বড় মানুষগুলো এত্ত বোকা কেন ...?বললেই হলো, থাকতে দিবে না...?

আকাশে তো কত্ত পাখি উড়ে বেড়ায় ....কই,কোনোদিন তো শুনিনি,পাখিকে আর আকাশে থাকতে দেয়া হবে না....পাখিরা এখন হতে পানিতে থাকবে .....!

তবে, ওরা কিভাবে বলে, আমাদেরকে আমাদের দেশেই থাকতে দিবে না....!!!

পাখির দেশ যদি আকাশ হয়ে থাকে, তাহলে আমার দেশও তো এই মায়ানমার...।

আকাশ ছাড়া পাখির অস্তিত্ব না থাকলে ...আমার দেশ ছাড়া আমিও তো অস্তিত্বহীন.....!

অমনি দ্বিধা - সংশয়ে কাটছিল আমার দিন...!

একদিন ...

একদিন ....ওরা আসল.....!

আমার ছোট্ট তাকানোতে....বিশ্বাসই করতে পারছিলাম না,ওরা আমাকে আর বাঁচতে দিবে না...!!!

বুঝে ওঠার আগেই, গলায় ফাঁসের অস্তিত্ব টের পেয়েছিলাম ...!আমি পুনরায় আমার অপরাধ অনুসন্ধান করতে থাকলাম..." কই,মনে পড়ছে না তো...কাউকে মেরেছি কিনা ....! ও হ্যা...পাশের বাসার যুবাঈর কাল যখন আমার খেলনাটা নিয়ে চলে যাচ্ছিল, তখন খুব করে বকে দিয়েছিলাম ...! এজন্য কি আমার ফাঁসি হওয়া উচিৎ ...??? এটা কি খুব বড় অপরাধ ....???"

অবশেষে, অন্তরাত্মা বের হওয়ার আগ মুহূর্তে আমি আমার অপরাধ খুঁজে পেয়েছিলাম .....সেটি হলো ......"আমি একজন মুসলিম ...।"



বিষয়: বিবিধ

১৪৮৮ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

189911
১০ মার্চ ২০১৪ দুপুর ১২:২২
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : হৃদয় ছুঁয়ে গেল। এ নিষ্পাপ শিশুদের যারা হত্যা করেছে কেয়ামতের কঠিন ভয়ংকর শাস্তি হতে তাদের কেউ বাঁচাতে পারবেনা। সেদিন তারা পাকড়াও হবে অবশ্যই।
189924
১০ মার্চ ২০১৪ দুপুর ০১:০৪
জোস্নালোকিত জ্যাস লিখেছেন : মানবতার তুই কই?
189931
১০ মার্চ ২০১৪ দুপুর ০১:১৯
189954
১০ মার্চ ২০১৪ দুপুর ০২:০৪
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : যারা হিউমিনিটি..ডিউমিনিটি... বলে সারাক্ষন চিল্লায় তারা কয়???
189970
১০ মার্চ ২০১৪ দুপুর ০২:৪০
বিন হারুন লিখেছেন : মাহুমুদুর রহমান সত্য বলেছেন মুসলিমদের জন্য মানবতা নেই. গাছের জন্য আর কুকুরের জন্য মায়া কান্না কাঁদে, কিন্তু এসব গণহত্যার ব্যাপারে সবাই নিরব. দুনিয়ার কেউ কোন পদক্ষেপ নিচ্ছে না, যারা নেওয়ার তাঁদেরকে তো তালেবানজঙ্গী, মৌলবাদী বলে ভোতা করে দেওয়া হয়েছে. আল্লাহ'র গজব যেদিন আসবে সেদিন আমরা কেউ রক্ষা পাব না.
190057
১০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৩
মানসুরা জেসমিন তানি লিখেছেন : সত্যিই বোধহয়, মুসলমানদের জন্য মানবতাবোধ থাকতে নেই ...! হোক না শিশু, তাতে কি? শিশু হলেও মুসলমানের সন্তান তো...!
আর একারণেই এদের বাঁচতে নেই ...!এরা বাঁচতে পারে না...!!!
190503
১১ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৪
সজল আহমেদ লিখেছেন : ভাই পড়ে চোখের পানি ধরে রাখতে পারলাম না!ইয়া আল্লাহ মুসলমানদের যদি তুমি মারতেই চাও তাইলে নিজের কুদরতি হাতে মারো!কাফির,মুরতাদ,নাস্তিকদের হাতে মাইর খাওয়ায় ক্যা?
212198
২৩ এপ্রিল ২০১৪ দুপুর ০২:১৮
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : কি মর্মান্তিক! কি নিষ্ঠুর আচরন! আল্লাহ তুমি মায়ানমারের মুসলমানকে ক্ষমা করে দাও। তাদেরকে জালিমের কালো থাবা থেকে রক্ষা করো Praying Praying
222929
১৮ মে ২০১৪ দুপুর ১২:২৫
অজানা পথিক লিখেছেন : Crying Crying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File