বিজয়ের রাহবার!
লিখেছেন লিখেছেন মানসুরা জেসমিন তানি ১৭ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:৩৫:৩০ রাত
তমিস্রার আঁচলে বাঁধা পড়ে থাকা কিছু শংকিত সময় মাঝেমধ্যে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে পৃথিবীর ক্যানভাসে !
আমি নিশ্চুপ,নির্বাক, ভীত-বিহ্বল হয়ে
সিটিয়ে যাই সজোরে...
একটা তীব্র আর্তনাদ কিংবা একটি লাশের গন্ধে এখানকার রাতগুলো বিনিদ্র হয় নিমিষেই...
অথচ,কি আলগোছেই না দিনগুলো অতিক্রান্ত হতো আমাদের..!
মুজাহিদ,
মনে পড়ে,স্পেনের রক্তস্নাত জমিনের কথা?
কিংবা ওই যে,সালাহ উদ্দীন আইয়ুবীর শাণিত তলোয়ারের দিগ্বিদিক চমকানোর কথা,মনে পড়ে?
মনে আছে,বদরের প্রান্তরে জন্ম নেয়া একটি অনবদ্য বিজয়ের কথা?
রাহবার !
হে অনন্ত শুদ্ধতার পথিক,
আবাবিলের মতো ক্ষীপ্রতা নিয়ে আরেকটি "ফাতহুম মুবিন "এর দৃঢ় প্রত্যাশায় কওমের দ্বারে কড়া নেড়ে যাও...,
নাকাড়া ধ্বনির ঝাঁঝালো আওয়াজে
বিরস ভূমিতে কম্পন ওঠুক আজ..!
দ্বিধা-সংশয় ঝেড়ে ফেলে দিয়ে "খালিদের" তরবারি পৃথিবীতে ঝলকে ওঠুক আবার...!
বিষয়: বিবিধ
১২৭৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাযাকিল্লাহু খাইরান জানাই!!
মন্তব্য করতে লগইন করুন