জেগে ওঠো হে নকীব !

লিখেছেন লিখেছেন মানসুরা জেসমিন তানি ১১ জুন, ২০১৪, ০৯:২৮:৫১ রাত

যদিও এখানে সুপ্ত পৃথিবী তোমার অপেক্ষাতে,

বনী আদমের কান্না যদিও থামেনি

গভীর রাতে !

এখনো সেতারা হাসেনি আজও সুদূর দিগন্তে!

লাখো মুসাফির দিশেহারা তাই আলো-নীহারিকা আনতে!

জেগে ওঠো তবে কালের নকীব,হাঁকাও কুচকাওয়াজ!

বাজুক তোমার বজ্রকন্ঠে তাকবীর ধ্বনি আজ।

চেয়ে দেখো হে সিপাহসালার, রক্ত সোঁতায় ঘুরে,

কতটা রক্ত ঢেলেছো সেথায়, ক'ফোঁটা দিয়েছো জুড়ে?

সময় এসেছে আজ এখনই, ঝান্ডা তোলো তুমি!

জাগিয়ে তোলো ঘুমের পাড়া বিরস বিরাণভূমি।

বীর মুজাহিদ কভুও দমে না, কাহাকে করে না ভয়...!

পোশাকে তাঁর রক্ত আল্পনা তাইতো স্থায়ী হয়...!

বিষয়: বিবিধ

১৩৪২ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

233923
১১ জুন ২০১৪ রাত ০৯:৩৭
দুষ্টু পোলা লিখেছেন : ধন্যবাদ ভালো লাগলো
233934
১১ জুন ২০১৪ রাত ১০:০৩
সিটিজি৪বিডি লিখেছেন : ভালো লাগলো
233944
১১ জুন ২০১৪ রাত ১০:১২
নীল জোছনা লিখেছেন : অপূর্ব অপূর্ব সুন্দর । অনেক ধন্যবাদ
233950
১১ জুন ২০১৪ রাত ১০:২১
ফেরারী মন লিখেছেন : ফাইন হয়েছে।
233962
১১ জুন ২০১৪ রাত ১১:০০
ধ্রুব নীল লিখেছেন : অসাধারন
233970
১১ জুন ২০১৪ রাত ১১:২১
ব্লগার শুয়েব আহমেদ লিখেছেন : খুব সুন্ধর কবিতা লিখলেন,এই জন্য আপনাকে
অনেক অনেক ধন্যবাদ।
233981
১১ জুন ২০১৪ রাত ১১:৫৩
স্বপন১ লিখেছেন : আপু, চমৎকার কবিতা। হৃদ্বয় ছুয়েঁ যায়।
259972
৩১ আগস্ট ২০১৪ দুপুর ১২:৪৪
অজানা পথিক লিখেছেন : অসাধারন !
৩১ আগস্ট ২০১৪ দুপুর ১২:৫৬
203755
অজানা পথিক লিখেছেন : মল্লিকীয় স্বাদ পেলাম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File