জেগে ওঠো হে নকীব !
লিখেছেন লিখেছেন মানসুরা জেসমিন তানি ১১ জুন, ২০১৪, ০৯:২৮:৫১ রাত
যদিও এখানে সুপ্ত পৃথিবী তোমার অপেক্ষাতে,
বনী আদমের কান্না যদিও থামেনি
গভীর রাতে !
এখনো সেতারা হাসেনি আজও সুদূর দিগন্তে!
লাখো মুসাফির দিশেহারা তাই আলো-নীহারিকা আনতে!
জেগে ওঠো তবে কালের নকীব,হাঁকাও কুচকাওয়াজ!
বাজুক তোমার বজ্রকন্ঠে তাকবীর ধ্বনি আজ।
চেয়ে দেখো হে সিপাহসালার, রক্ত সোঁতায় ঘুরে,
কতটা রক্ত ঢেলেছো সেথায়, ক'ফোঁটা দিয়েছো জুড়ে?
সময় এসেছে আজ এখনই, ঝান্ডা তোলো তুমি!
জাগিয়ে তোলো ঘুমের পাড়া বিরস বিরাণভূমি।
বীর মুজাহিদ কভুও দমে না, কাহাকে করে না ভয়...!
পোশাকে তাঁর রক্ত আল্পনা তাইতো স্থায়ী হয়...!
বিষয়: বিবিধ
১৩৪২ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন