প্রেমময় মালিকের আহ্বান
লিখেছেন লিখেছেন মানসুরা জেসমিন তানি ২৮ মার্চ, ২০১৪, ০১:২৬:৪৯ রাত
ঘোর নিঃসীম অন্ধকারে,
একটি-দুটি জোনাকপোকার
প্রাণান্তকর জ্বলুনি...
নিশ্চুপ বাতাসও
বিহ্বল প্রায় আকাশের
ফ্রেমে বন্দী...!
আর
মৌনতার মিছিলে
তারারা হেঁটে যায় বহুদূর...
রাতের এমনতরো গভীরতায়
অনুভূত হয়,
এই বিমূর্ত আঁধারেই তো
তোমায় আপন করে পাওয়া যায়।
তাইতো,
নীরবতার ভাঁজ কেটে
আমি নিজেকে নতজানু করি
তোমার সম্মুখে...!
অতপর,
দু'গন্ড বেয়ে ঝরে পড়া
অশ্রুধারার নিবেদনে,
তুমি হয়ে ওঠো
আমার একান্ত আপনজন...
আমার পরম কাঙ্খিত
'প্রেমময় মালিক'....!!!
বিষয়: বিবিধ
১২৩৮ বার পঠিত, ৩ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
আমার পরম কাঙ্খিত
'প্রেমময় মালিক'
রাব্বুল আলমীন।
ক্ষমা করো মোরে
সকল প্রকার পাপ হতে
রক্ষা করো মোরে।
মন্তব্য করতে লগইন করুন