আমার আর ‘মানুষ’ হওয়া হলো নাহ্..!
লিখেছেন লিখেছেন মানসুরা জেসমিন তানি ২২ মার্চ, ২০১৫, ০৯:৪৯:৪৫ রাত
শুনছো, এখানে কত রাত নুয়ে যায় বেদনার ভারে..!
তারপর, শতাব্দীর নিরবচ্ছিন্ন আবর্তনে
বুকের ভেতর বেদনারা লাঙল চালায় ক্রমাগত!
একটি নিটোল হৃদয়ে কতটা আবেগ ধরে রাখা যায়…?
কতটা কষ্টের খরগোশ লুকানো যায় পাঁজরের ফোঁকরে…?
কতদিন সাহসের ভীড়ে হারিয়ে থাকা যায়,বলো?
কতযুগ ধরে প্রলম্বিত হয় ভীরুতার দীঘল পোষাক?
কতটা প্রহর পেরুলে বলো আশ্বাস পাবো আমি?
বিশ্বাসের সরব বিভাজনে নিঃশ্বাসের তাল-লয় ক্ষয়ে গেছে আজ…
দহনের লু হাওয়া পুড়িয়ে দিলো বুঝি জিন্দেগানির সবটা….সমস্তটা…!
হায়!আমার আর ‘মানুষ’ হওয়া হলো নাহ্..!
বিষয়: বিবিধ
১১০৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কন্ঠে শপথ নাও
আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবি গান গাও
মন্তব্য করতে লগইন করুন