হৃদয়ের প্রার্থণা
লিখেছেন লিখেছেন মানসুরা জেসমিন তানি ১৭ এপ্রিল, ২০১৫, ১২:১৫:৫৩ রাত
ডালিম দানার রংয়ের মতোই,
সেদিন সূর্যটাতেও রং ধরেছিল...
কিংকর্তব্যবিমূঢ় আকাশ
ভেসেছিল অশ্রুজলে...!
আর আমি,
নির্বাক, নিশ্চুপ, নিস্তব্ধ !
ডালিম রংয়ের সূর্য অথবা আকাশের কান্না
সেদিন আমায় টানেনি...
না,ধরণীর বিমুগ্ধ রুপ আমাকে
এতটুকুও প্রফুল্লিত করে তোলেনি..!
কিন্তু, তাই বলে আমি বিধ্বস্ত নই...
নই আমি কান্নাজড়িত কেউ...!
পৃথিবীর জুলুমবাজেরা মায়ের বুক থেকে
একসাথে পাঁচটি সন্তানই কেড়ে নিতে পারে,
অথবা
নির্দোষ ব্যক্তিকে সহসাই দিতে পারে
ফাঁসির আদেশ....!
তবুও আমি ভেঙে পড়িনি...
করিনি হাহুতাশ....!
তাকওয়ার রং দিয়ে নিজেকে রাঙানোর
তীব্র বাসনায় ছুটছি...
যে রং ডালিম দানার চেয়েও
আরো উজ্বল...
আরো দীপ্তিময়......!
বিষয়: বিবিধ
১১০১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন