ডিজিটাল খুকি এনালগ ভূত
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ মার্চ, ২০১৪, ০৮:৪৯:০১ সকাল
তাড়াতাড়ি খেয়ে নে ভূত আসার আগে
নইলে কিন্তু ভূত এসে নিয়ে যাবে তোকে
আমিও থাকবনা যাব ফেলে রেখে
খাবারটা খেয়ে নাও দেব নাহয় বকে।
এই ভুত ফিরে যাও খুকি খাচ্ছে দেখ
কি করে খেতে হয় খুকির কাছে শেখ
এইতো একটু বাকি তারপর শেষ
ভুতটাও দেখছিনা গেছে নিরুদ্দেশ।
না আমি খাবনা ভুত এনে দাও
ভুতের সাথে খেলব আমি তুমি চলে যাও
খাবারটা রেখে দাও থাক এখানে
আমি আর ভুত মিলে খাব দুজনে।
বিষয়: বিবিধ
১১১২ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কবিতাটা পড়ে ভালো লাগলো অনেক ধন্যবাদ
তাকে নিয়েই ছড়ার পাহাড়
জল পরী
তুমি যাবে
মোর বাড়ি
ভাত দেব
মাছ দেব
দেব সোনার হাড়ি।
ধন্যবাদ
দেখব তোমার সোনার হাড়ি
অন্য কিছু বল তাই
মন্তব্য করতে লগইন করুন