ইসলামিক এডুকেসন এন্ড রিসার্চ ফাউন্ডেসন-IERF
লিখেছেন লিখেছেন ইমরান ভাই ০৯ মার্চ, ২০১৪, ০৮:৩৬:২৭ সকাল
IERF এর দ্বারা বুঝায় Islamic Education and Research Foundation ( ইসলামিক শিক্ষা এবং গবেষণা ফাউন্ডেশন )।
এটি একটি রাজনীতি মুক্ত আন্তর্জাতিক ইসলামিক শিক্ষা , গবেষণা, সমাজ সেবা, এবং দাওয়া প্রতিষ্ঠান। এই প্রতিস্ঠানের লক্ষ্য হচ্ছে কোর'আন এবং সুন্নাহ এর আলোকে সঠিক ইসলামিক জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেওয়া।
রাসুল(সঃ) যে ভাবে ইসলাম পালন করেছেন, শিখিয়েছেন এবং তাঁর সাহাবীরা (রা) যে ভাবে তা অনুসরণ করেছেন, আমরাও ঠিক সে ভাবে ইসলামকে জানতে চাই এবং তা পালন করতে চাই, আর আমরা আপনাকে এ ব্যাপারে সহযোগিতা করবো ইনশাআল্লাহ্।
আমাদের এই ওয়েবসাইটিতে পাবেন ইসলামিক লাইব্রেরি, প্রবন্ধ, অডিও লেকচার, ভিডিও লেকচার, প্রশ্ন/উত্তর, বিভিন্ন প্রোগ্রাম, ইভেন্ট ইত্যাদি।
আমাদের এখানে আরো পাবেন একটি অনলাইন ক্লাস রুম যা ২৪ ঘণ্টা খোলা আছে এবং এতে লগিন করে আপনি দেশ-বিদেশ এর অনেক শাইখদের লেকচার লাইভ শুনতে পারবেন এবং সরাসরি প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ।
আমাদের সাইট এ শাইখদের তালিকা এবং তাদের অনলাইন লেকচার এর সময় সূচি দেখে নিন এবং আর দেরি না করে আজই ইসলামিক অনলাইন ক্লাস রুমে যোগ দিন।
শিক্ষকদের নামের তালিকা এখানে পাবেন
বর্তমানে যে কোর্স গুলো চলেছে তা জানতে এখানে
রেজিস্ট্রেশন করতে এখানে
ক্লাস রুটিন জানতে এখানে
অধিক বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
আসুন আমরা কোর'আন ও সুন্নাহ এর আলোকে জীবন পরিচালনা করি এবং বিদাত, শিরক ও কুফরি মুক্ত ইসলাম পালন করি।
বিষয়: বিবিধ
১৭২৯ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইমরান ভাই, আপনাদের শিক্ষকদের যাদের নামের সাথে 'মাদানী' শব্দ আছে তাদের জন্ম কি মদিনাতে হয়েছিল? আর মদিনায় জন্ম না হলে নামের সাথে 'মাদানী' শব্দ লাগানো ঠিক কিনা?
"আপনাদের শিক্ষকদের যাদের নামের সাথে 'মাদানী' শব্দ আছে তাদের জন্ম কি মদিনাতে হয়েছিল?"
উত্তর: না হয়নাই।
"আর মদিনায় জন্ম না হলে নামের সাথে 'মাদানী' শব্দ লাগানো ঠিক কিনা?"
উত্তর: (আমার জানা মতে) কেউ যাদি কোন স্থানে তিন বছরের অধিক অবস্থান করে তাহলে সে তার নামের সাথে ঐ স্থানের সম্পৃক্ততা করতে পারে এতে দোষের কিছু নাই। আর মদিনা এমন একটি যায়গা যার সম্পৃক্ততা করতে কে না চায়?
তবে অনেক শায়খ আছে যারা নামের শেষে "মাদানী" শব্দটি ব্যাবহার করেন না। আপনার আরো বিস্তারিত জানতে ইচ্ছে হলে আপনি অনলাইন ক্লাসে যোগদান করে সরাসরি প্রশ্ন করে জানতে পারেন।
ওয়াল্লাহু আলাম।
জাজাকাল্লাহু খায়রান।
জাজাকাল্লাহু খায়রান।
তবে মাদানী বিষয়ে আপনার উত্তর মানতে পারলাম না। ভাই, প্রতি বছর বেশ কিছু ছাত্র মদীনায় পড়াশুনা করতে যান। তারা স্নাতক, মাস্টার্স কিংবা পিএইচডি অর্জন করে দেশে ফিরে ডিগ্রীধারী হিসেবে পরিচিত হন। মাদানী হন না। তা না হলে এতদিনে মাদানীর ভিড় দেখা যেত।
আর একটি কথা,অন্য অঞ্চলের মানুষ জন্য মক্কী বা মাদানী উপাধী বড়ই বেমানান লাগে। কেননা এর পুরধা হিসেবে সামনে আসে এদেশের পীরতন্ত্রের নেতা ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী এবং হোসাইন আহমাদ মাদানীর নাম। যাদের আকিদা নিয়ে বিতর্ক আছে। সালাফীপন্থী কোন কোন আলেম তাদেরকে অমুসলিম ঘোষনাও করেছেন।
বস্তুত, মক্কী বা মাদানী উপাধী থাকলেই মানুষের অন্তরে জায়গা হয় না। বরং নিজের কাজ বা অবদানই মানুষের মনে জয়গা তৈরী করে। তাই সঠিক আকিদা পোষনকারীদের কাছে উপাধীর বাহুল্য প্রত্যাশিত না।
”বস্তুত, মক্কী বা মাদানী উপাধী থাকলেই মানুষের অন্তরে জায়গা হয় না। বরং নিজের কাজ বা অবদানই মানুষের মনে জয়গা তৈরী করে। তাই সঠিক আকিদা পোষনকারীদের কাছে উপাধীর বাহুল্য প্রত্যাশিত না”
আপনার এই কথাটা অতি উত্তম। আমি আশা রাখি শায়খরা তাদের অন্তরে এরখমি আশা রাখেন। আল্লাহই ভালোজানেন।
অনলাইন ক্লাসে যোগদিন সময় হলে।
ভালো লাগ্লো...
এগিয়ে চলুন...
জাজাকাল্লাহু খায়রান।
ওখানেকি দেখা যায় কে কে অনলাইনে আছে?
Click this link
মন্তব্য করতে লগইন করুন