নারী দিবসের ভাবনা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৮ মার্চ, ২০১৪, ০৪:০৮:১৫ বিকাল



নারী দিবস উদযাপন এর পক্ষ বিপক্ষ মতামত থাকতে পারে, যে যার মতো করে ভেবে নিয়ে মতামত ব্যাক্ত করবেন, আমার কাছে যেটা মনে হয় যেভাবেই ব্যাখ্যাা করা হোকনা কেন একটা বিষয় খেয়াল রাখতে হবে যেন নারীকে অপমান করা না হয়, নারীকে যেন বাণিজ্য করা না হয়, দিবস উদযাপন করলে যদি আমরা নারীকে নবরূপে মূল্যায়ন করতে পারি, আমাদের শ্রদ্ধা সম্মান মর্যাদাটুকু নারীতে নতুন করে ঢেলে দিতে পারি তাহলে হোক উদযাপন মন্দ কি, ঈদ পূজো পার্বণ যদি বছর ঘুরে আসতে পারে তাহলে আসুকনা নারী দিবস, আমরা পুরোনো ভুলগুলো সুধরে নবরুপে আবার সাজাবো আমাদের মা, বোন, স্ত্রী আর কন্যাদের, আমার তাই ছোট্ট একটা কবিতা নারী দিবসের জন্য

আমার অস্তিত্বে মিশে আছে যে তুমি

---------------------------------------

অস্তিত্বে মিশে আছো তুমি শিরা উপশিরায়

কোথায় নেই তুমি সেই জঠরেরে গোড়ায়।

তোমার শরীরেরে রক্ত জলেই আমার বেড়ে উঠা

এই যে আমার আলো হাওয়ায় দিগন্ত পানে ছুটা।

সবই তুমি, তুমি তুমি তুমি আর তুমি অন্য কিছু নয়তো

মাতা তুমি, ভগ্নি স্ত্রী কন্যা তুমি খোদার নেয়ামত প্রমিত।

দিবসে বন্দী করে আজকে তোমার নিদারুণ বন্দনা

এসবের হয়তো মূল্য আছে কিংবা নেই আমার নেই জানা।

আমার কাছে তুমি শুধু তুমিই লালন করি নিত্য

কত অবহেলা হযে যায় রোজ ক্ষমা কর এই ভৃত্য।

বিষয়: বিবিধ

৯৭৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

188925
০৮ মার্চ ২০১৪ বিকাল ০৫:১৪
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : নারীর সম্মানকে ধূলোয় মিশিয়ে নারীকে আজ পণ্য বানানোর প্রতিযোগিতা চলছে সর্বত্র। নির্লজ্জতা, বেহায়াপনা ও উলঙ্গপনার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে।
188926
০৮ মার্চ ২০১৪ বিকাল ০৫:২৭
আবদুল কাদের হেলাল লিখেছেন : নারী দিবসের শ্লোগান হবে "রাষ্ট্র,ব্যক্তি,পরিবারে, প্রতিষ্ঠা করো ইসলামেরে"
188995
০৮ মার্চ ২০১৪ রাত ০৮:০১
নিউজ ওয়াচ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
189003
০৮ মার্চ ২০১৪ রাত ০৮:০৯
সজল আহমেদ লিখেছেন : ভাল লাগল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File