দুইটি শিশুর তফাৎ

লিখেছেন লিখেছেন মাহফুজা শিরিন ০৮ মার্চ, ২০১৪, ০৪:১৩:২৯ বিকাল

দুইটি শিশুর একই বয়স

কিন্তু তফাৎ কত,

এমন তফাৎ এই সমাজে

দেখতে পাবে শত।

একটি শিশু ঘুমায় যখন

এসিওয়ালা রূমে

অপর শিশু ভাঙ্গা ঘরে

যায় যে শীতে জমে।

একটি শিশু ঘুরে বেড়ায়

রঙ্গিন জামা পরে

অপর শিশু কেঁদে বেড়ায়

একটি জামার তরে।

বড়লোকের ছেলে যখন

নাস্তায় খায় কোক

গরীব ছেলের তখন দেখো

দু:খে ভাঙ্গে বুক।

একমুঠো ভাত করতে যোগাড়

গরীব ছেলেটি

সারাদিবস ঘুরে বেড়ায়

শহর,নগর,জেটি।

একটি শিশু স্কুলে যায়

প্রাইভেট কার যোগে

অপর শিশু ধনীর কাছে

একটি টাকা মাগে।

বিকেল বেলা ধনীর ছেলে

ঘুরতে বেরোয় কারে

অপর শিশু খাবার আশায়

আবর্জনা নাড়ে।

ধনী দু:খীর এইযে তফাৎ

করতে হবে দূর।

তবেই দেশে বয়ে যাবে

শান্তি সুখের সুর্।

বিষয়: বিবিধ

৯৮৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

190544
১১ মার্চ ২০১৪ বিকাল ০৪:২০
অজানা পথিক লিখেছেন : অসাধারন!
আপু...আপনিও এ ব্লগে লেখা শুরু করেছেন দেখে আনন্দিত হলাম। শুভেচ্ছা
১৬ মার্চ ২০১৪ বিকাল ০৪:১৪
143700
মাহফুজা শিরিন লিখেছেন : তোমাকেও শুভেচ্ছা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File