ব্লগে ছবি এটাচ্ড হয়না মুশকিলে আছি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ মার্চ, ২০১৪, ০২:৪৯:০০ দুপুর

একটা দারুন সমাস্যায় আছি টুডি ব্লগে

প্রতিদিন আমি তিনটা পিসি ইউস করি, দুইটা অপিসে, আমার ডেস্কে দুইটা পিসি, আর বাসায় লেপটপ, অপিসে যে পিসিটা আমার সেটা থেকে চলে আমার লিখালিখি আর অন্য পিসিটা অপিসএর মেইল এর কাজ করি, সমস্যা হল আমার পিসিটা থেকে ছবি এটাচ্ড হচ্ছেনা বেশ কিচুদিন যাবত, লিখা ড্রাফ্ট এর রেখে ফেইসুবকে ছবি সহ পোষ্ট দিচ্ছি, তাপর অপিস পিসিতে ডাউন করে আবার ব্লগ খুলে সেই ড্রাফ্ট এ এটাচ্ড দিয়ে পোষ্ট করতে হচ্ছে, সময় যাচ্ছে বেশী মেজাজ হচ্ছে চরম তার উপর মিরু, জোলেখা, শাহানারা আসছে কবিতায়, পাঠক এর নানা সন্দেহ, উপায় থাকলে জানাবেন মডু কিংবা পাঠক যে কোন কেউ, ছবি কেন এটাচ্ড হয়না

বিষয়: বিবিধ

৮১৬ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

187818
০৬ মার্চ ২০১৪ দুপুর ০৩:২১
বাংলার দামাল সন্তান লিখেছেন : চেষ্টা করতে থাকুন পারবেন, আর আগে যা দিয়েছেন সেগুলোর ভ্যাট জমা দিন।
০৬ মার্চ ২০১৪ বিকাল ০৪:২৮
139303
বাকপ্রবাস লিখেছেন : এক বান্দরের হাতে একটু ছিড়ে গেছে, আরেক বান্দরকে দেখিয়ে একটু সহানুভুতি পেতে চাইল, অপর বান্দরটা বলল, আহারে দেখি দেখি দেখি বলে আরো একটা ছিকলে দিল, ঘটনা এমন দাঁড়াল
০৬ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৬
139309
প্রেসিডেন্ট লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
187826
০৬ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৩
মেঘ ভাঙা রোদ লিখেছেন : নাচতে না জানলে উঠোন বাঁকা। চেষ্টা করতে থাকুন পেয়ে যাবেন।
০৬ মার্চ ২০১৪ বিকাল ০৪:২৯
139304
বাকপ্রবাস লিখেছেন : মনের কথা জনে জনে
কইতে নাই উচাটনে
হতে পারে বুমেরাং
সেটাইতো দেখলাম
187837
০৬ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪৭
হাবিবুল্লাহ লিখেছেন : অন্য ব্রাউজার থেকে হবে।
০৬ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৩
139307
বাকপ্রবাস লিখেছেন : আসসালামু আলাইকুম, মুরুব্বির কথায় কাজ দিল, ধন্যবাদ থাকল, অনেক ঝামেলা থেকে বাঁচলাম অবশেষে, নগত পেমেন্ট দিয়ে দিলাম নিচেGood Luck Good Luck
187866
০৬ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩১
বাকপ্রবাস লিখেছেন :
188045
০৬ মার্চ ২০১৪ রাত ১০:২১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Smug Rolling on the Floor =)
ইন্টারনেট এক্সপ্লোরার এ হয়না?
০৬ মার্চ ২০১৪ রাত ১১:১৩
139541
বাকপ্রবাস লিখেছেন : এক্সপ্লোরার দিয়ে হচ্চে উপররে ছবিগুলো তার প্রমাণ
188291
০৭ মার্চ ২০১৪ সকাল ০৯:৫৭
সজল আহমেদ লিখেছেন : firefoxদিয়া চেষ্টা করেন ভাইজান।
০৭ মার্চ ২০১৪ সকাল ১০:৩৮
139678
বাকপ্রবাস লিখেছেন : এক্সপ্লোরার দিয়ে হচ্ছে ধন্যবাদ সজল ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File