রাসূলুল্লাহ (সা) দেখতে কেমন ছিলেন?

লিখেছেন লিখেছেন মদীনার আলো ০৬ মার্চ, ২০১৪, ০২:৫০:৪১ দুপুর

"উচ্চতায় ছিলেন তিনি মধ্যমাকৃতির,

তাঁর চুল ছিল কিছুটা কোঁকড়ানো,

তিনি খুব বেশী স্থুল

বা মোটা দেহের

অধিকারী ছিলেন না, তাঁর মুখমন্ডল

একেবারে গোলাকার ও ক্ষুদ্র ছিল

না, চোখ দুটো ছিল কালো, ভ্রু ছিল

লম্বা, বুক থেকে নাভি পর্যন্ত বিস্মৃত

জায়গাটুকু ছিল হালকা লোমে আবৃত,

হাত ও পায়ের পাতা ছিল পুষ্ট, তাঁর

দুই স্কন্ধের মাঝখানে নাবুওয়াতের

সীল ছিল।

বস্তুতঃ তিনি ছিলেন শেষ নবী,

শ্রেষ্ঠ দানশীল, শ্রেষ্ঠতম সাহসী,

অতুলনীয় সত্যবাদী,

সবচেয়ে দায়িত্বজ্ঞান সম্পন্ন,

সবচেয়ে অমায়িক ও মিশুক। প্রথম

নজরে তাঁকে দেখে সবাই

ঘাবড়ে যেতো। তাঁর মত মানুষ তাঁর

আগেও দেখিনি পরেও দেখিনি।"

রাসূলুল্লাহ (সা) এর

জামাতা আলী (রা) এর বর্ণনা এটি।

[সীরাতে ইবনে হিশাম]

জাবির (রা) বলেনঃ আমি এক

জোতস্না রাতে একবার চাঁদের

দিকে আরেকবার রাসূল (সা) এর

দিকে তাকাচ্ছিলাম।

অবশেষে আমি এ সিদ্ধান্তে উপনীত

হলাম যে চাঁদের তুলনায় রাসূল (সা)

বহুগুণ অধিক সুন্দর ও উজ্জ্বল। তিরমিযি।

এজন্যই আয়িশা (রা)

বলেছিলেনঃ যে সকল নারীরা ইউসুফ

(আ) কে দেখে তাদর হাত

কেটে ফেলেছিল

তারা যদি রাসূলুল্লাহ (সা)

কে দেখত তাহলে তাদের

কলিজা কেটে ফেলত। তবুও টের

পেতনা। সুবহানাল্লাহ!

বিষয়: বিবিধ

৯৪৩ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

187817
০৬ মার্চ ২০১৪ দুপুর ০৩:১৮
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট
০৬ মার্চ ২০১৪ রাত ০৯:০৯
139457
মদীনার আলো লিখেছেন : অনেক ধন্যবাদ
187824
০৬ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩২
মেঘ ভাঙা রোদ লিখেছেন : সুবহানআল্লাহ সুবহানআল্লাহ Praying Praying
০৬ মার্চ ২০১৪ রাত ০৯:০৯
139458
মদীনার আলো লিখেছেন : অনেক ধন্যবাদ
187884
০৬ মার্চ ২০১৪ বিকাল ০৫:০২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সুবহানাল্লাহ!
০৬ মার্চ ২০১৪ রাত ০৯:০৯
139459
মদীনার আলো লিখেছেন : অনেক ধন্যবাদ
187918
০৬ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫৫
সন্ধাতারা লিখেছেন : Very nice post
০৬ মার্চ ২০১৪ রাত ০৯:০৯
139460
মদীনার আলো লিখেছেন : অনেক ধন্যবাদ
187933
০৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২৩
জোস্নালোকিত জ্যাস লিখেছেন : মাসাআল্লাহ.....
০৬ মার্চ ২০১৪ রাত ০৯:০৯
139461
মদীনার আলো লিখেছেন : অনেক ধন্যবাদ
187935
০৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২৫
সালাম আজাদী লিখেছেন : এজন্যই আয়িশা (রা)

বলেছিলেনঃ যে সকল নারীরা ইউসুফ

(আ) কে দেখে তাদর হাত

কেটে ফেলেছিল

তারা যদি রাসূলুল্লাহ (সা)

কে দেখত তাহলে তাদের

কলিজা কেটে ফেলত। তবুও টের

পেতনা

এটার কি কোন রেফারেন্স আছে?
187957
০৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
বিন হারুন লিখেছেন : اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حمد مجيد
188288
০৭ মার্চ ২০১৪ সকাল ০৯:৫৫
সজল আহমেদ লিখেছেন : সুবহান আল্লাহ,আলহামদুলিল্লাহ!
191346
১২ মার্চ ২০১৪ রাত ০৯:৩৪
মুমতাহিনা তাজরি লিখেছেন : খুবই ভালো লেগেছে আপনার পোষ্ট ।।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File