কিয়ামতের উল্লেখযোগ্য কিছু আলামত।

লিখেছেন লিখেছেন মদীনার আলো ২৫ মার্চ, ২০১৭, ০৩:০৩:০৫ দুপুর

কিয়ামতের উল্লেখযোগ্য কিছু আলামতঃ

১. সময় সংকীর্ণ হয়ে যাবে,

২. ইলম উঠিয়ে নেয়া হবে,

৩. ফিৎনা-ফাসাদ বৃদ্ধি পাবে,

৪. কৃপণতা দেখা দিবে,

৫. সর্বত্র সামাজিক দ্বন্দ্ব বিশৃঙ্খলা ও খুনখারাবী

ব্যাপকভাবে দেখা দিবে,

৬. হত্যাকারী বলতে পারবে না, কেন সে হত্যা করল,

৭. নিহত ব্যক্তি জানতে পারবে না, কেন সে নিহত হল,

৮. মানুষ হবে পশু প্রাণীর ন্যায় জ্ঞানহীন,

৯. জ্ঞানহীন মানুষগুলোর নেতা হবে, বোকা জ্ঞানহীন ও ইতর

শ্রেণীর মানুষ,

১০. ভালো ও নেককার লোকেরা পর্যায়ক্রমে একের পর এক চলে

যাবে,

১১. আমানত বিনষ্ট হবে (কাজের দায়িত্ব অনুপযুক্ত লোককে

দেয়া হবে),

১২. দাসী আপন মণিবকে জন্ম দিবে,

১৩. মানুষ উঁচু উঁচু প্রসাদ অট্টালিকা তৈরী করে পরস্পর

অহংকার করবে,

১৪. প্রায় ত্রিশজন মিথ্যাবাদী নিজেকে নবী বলে দাবি করবে,

১৫. ভূমিকম্প বেড়ে যাবে,

১৬. মানুষের অর্থ সম্পদ বেশি হবে,

১৭. মুসলিমরা ইয়াহুদীদের সাথে যুদ্ধে লিপ্ত হবে,

১৮. রোমকদের সাথে মুসলিমদের একটি সন্ধি চুক্তি হবে এবং

পরবর্তীতে তারা এই চুক্তি ভঙ্গ করবে,

১৯. মদ পান বৃদ্ধি পাবে,

২০. পুরুষের সংখ্যা কমে যাবে,

২১. নারীর সংখ্যা বেশি হবে (৫০ জন মহিলার পপরপরিচালক

হবে একজন পুরুষ),

২২. ফোরাত নদীর তলদেশে রক্ষিত স্বর্ণের পাহাড় উন্মুক্ত

হবে এবং এই সম্পদ নিয়ে ভয়াবহ লড়াই হবে (শতকরা ৯৯ জন

নিহিত হবে),

২৩. দুনিয়াবী লোভ লালসা বৃদ্ধি পাবে,

২৪. শুধুমাত্র পরিচিত ব্যক্তিকে সালাম দিবে,

২৫. মানুষ তার প্রতিবেশী, তার ভাই ও তার পিতাকে হত্যা

করবে,

২৬. গাধার মতো রাস্তায় (খোলা মাঠে) যিনায় লিপ্ত হবে,

২৭. ধোয়া, যা এক নাগাড়ে চল্লিশ দিন পূর্ব হতে পশ্চিম

প্রাণ্ত পর্যন্ত বিস্তৃত থাকবে,

২৮. ইসা ইবনে মারইয়াম (আ.) আকাশ হতে অবতরণ করবে,

২৯. আরব উপদ্বীপে ভূমি ধস হবে,

৩০. ইয়াজুজ- মাজুজ বের হবে,

৩১. ইয়ামান হতে এক আগুন বের হয়ে মানুষকে সমবেত করবে,

৩২. দাজ্জালের আবির্ভাব হবে,

৩৩. পশ্চিম দিক হতে সূর্য উদিত হবে ।

দলিলঃ (১-৫ : বুখারী, মুসলিম; মিশকাত হা: ৫১৫৬/ ৬-৮ :

বুখারী, মুসলিম; মিশকাত হা: ৫১৫৭/ ৯: ইবনে মাজাহ: ৩৯৫৯/

১০: বুখারী, মিশকাত হা: ৫১৩০/ ১১: বুখারী, মমিশকাত হা:

৫২০৫/ ১২-১৩: বুখারী, মুসলিম, মিশকাত হা: ২/ ১৪-১৬:

বুখারী, মুসলিম, মিশকাত হা: ৫১৭৭/ ১৭: মুসলিম, মিশকাত হা:

৫১৮০/ ১৮: বুখারী, মিশকাত হা: ৫১৮৬/ ১৯-২১: বুখারী,

মুসলিম, মিশকাত হা: ৫২০৩/ ২২: মুসলিম, মিশকাত হা: ৫২০৯/

২৩: সিলসিলা ছহীহা: ২৫২৭/ ২৪: সিলসিলা ছহীহা: ৬৪৮/ ২৫:

সিলসিলা ছহীহা: ৩১৮৫/ ২৬: সিলসিলা ছহীহা: ২৭২৪/

২৭-৩১: মুসলিম, মিশকাত: ৫২৩০/ ৩২-৩৩: বুখারী, মুসলিম,

মিশকাত হা: ৫২৩৩)

বিঃদ্রঃ আলামতগুলোর কিছু হয়ে গেছে কিংবা কিছু হচ্ছে, আর না

হয় সামনে অপেক্ষা করছে।

সংগ্রহিত।

বিষয়: বিবিধ

১২৩৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382428
২৫ মার্চ ২০১৭ বিকাল ০৫:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
382433
২৫ মার্চ ২০১৭ রাত ০৯:২৮
হতভাগা লিখেছেন : মহিলারা নাকি পুরুষদেরকে ধর্ষণ করা শুরু করবে এবং এদের ভয়ে নাকি পুরুষেরা মাদার গাছে উঠবে ?

পশ্চিম দিকে হলুদ রংয়ের একটা প্রানী বের হবার কথা আছে ।

ইয়াজুজ মাজুজ নাকি অলরেডি বের হয়েই গেছে ? এক ব্লগাপু এটা নিয়ে তো লাগাতার পোস্ট দিয়েছেন , তার কিছু গুন গ্রাহী ব্লগার উনাকে বাহবা দিয়ে গেছেন অবিরত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File