জামাল ভাই এর ভাগ বাটোয়ারা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৩ মার্চ, ২০১৪, ০৫:৪৭:৫৫ বিকাল
বিয়ের গল্প লিখে অল্প পুরুষ্কার যারা পেল
জামাল ভাই উদার ভীষণ জমিয়ে আরো দিল
২০০০ টাকা দেবেন তিনি সবাইকে ভাগ করে
ফেইসবুকে ঘোষণা দিলেন, দিলেন ব্লগ জুড়ে
জারিফা মনি কেঁদে উঠে আমার ভাগ চাই
জারিফর মা তেতে উঠে খেযে কাজ নাই
জামাল ভাই নাছোড় বান্দা জাতে একাউন্টেন্ট
বিলিযে তিনি দেবেনই দেবেন তেমনই কনফিডেন্ট
হিসেব হল নিকেষ হল, হল কত কি
২০০০ টাকা ভাগ হল, হল চালাকি
জামাল ভাই এর হাতে এখন টাকা তিন হাজার
দুই থেকে দুই গেলে তিন হয় জানা ছিলনা আর
লিংক : Click this link
বিষয়: বিবিধ
৯৮১ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেখতে বড় লাল লাল,
টমেটো দিয়ে ঝাল ঝাল।
না ঝরিয়ে জিভের পানি,
করে ফেলুন আমদানি।
এক নম্বরটা পাওয়া যায়,
বন্দরনগরী চাটগাঁয়।
লোল পড়ে গেল দেখি
মন্তব্য করতে লগইন করুন