কে যেন বলে উঠলো অদ্ভুত ঊটের পিঠে চলছে স্বদেশ।
লিখেছেন লিখেছেন আবদুল কাদের হেলাল ০৩ মার্চ, ২০১৪, ০৫:৪৪:০১ বিকাল
সম্পর্কে ভাইস্তি হয় এমন একটা মহিলা কে ধর্ষন করলো। তারপর তাকে ঘর হতে উচ্ছেদ করে দিল। অতঃপর তার আত্মীয় বলে সরকারী সাহায্য নিল।
এরপর অত্যাচারী এবং অত্যাচারের শিকার সবাই মিলে ইহাকে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন বলে চালিয়ে দিল। ইহার পর রুখে দাঁড়াও বাংলাদেশ নামে একটা দালাল বাহিনী গিয়ে দোষ চাপিয়ে আসলো জামায়াত শিবিরের।
দোষ বলা হচ্ছে জামায়াত-শিবিরের, মামলা হয়েছে বিএনপি নেতার বিরুদ্ধে অথচ দোষ করেছে হিন্দুরা নিজেরাই। তাছাড়া এখানে হিন্দু মুসলিম পরিচয়টাও জরুরী ছিল না। এটা একটা ফৌজদারী ক্রাইম ছিল যার বিচার হওয়াটা উচিত ছিল, রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে এই বিচার করার কাজটা। কিন্তু না বিচার আর হবে না। কারন ইতিমধ্যে রাজনৈতিক রায়ে ধর্ষনের দায় জামায়াতের ঘাড়ে চাপিতে তাদের ফাসির এন্তেজার চলছে মিডিয়ায়। খারাপ না, ভালোই তো...
কে যেন বলে উঠলো অদ্ভুত ঊটের পিঠে চলছে স্বদেশ।
বিষয়: বিবিধ
১০৫৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন