অপ্রিয় হলেও সত্য-১ (অপহরণ-ধর্ষণ-হত্যা)

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৩ মার্চ, ২০১৪, ০৫:২৩:৩২ বিকাল



বাবা, ও বাবা! তুমি এখনো ঘুমাচ্ছো? এখন সময় সকাল ৭.৩০ মিনিট। আমার দেরী হয়ে যাচ্ছে। প্লিজ বাবা, তাড়াতাড়ি ওঠে নাস্তা করে আমাকে স্কুলে দিয়ে এসো।

আরিফকে প্রতিদিন সকালে এভাবে তার কন্যা ডাকতে থাকে। আজও ব্যতিক্রম হয়নি। কন্যার ডাক শুনেই আরিফ ঘুম থেকে উঠে। কন্যার কথামত তাড়াতাড়ি বিছানা থেকে উঠেই নাস্তা করে স্কুলের দিকে রওয়ানা হয়। কন্যাকে স্কুলের গেইটে নামিয়ে দিয়ে আরিফ অফিসে যায়।

অফিসে এসে আরিফ এক কাপ চা খেতে খেতে দৈনিক পত্রিকায় চোখ রাখে। দৈনিক দ্বিতীয় আলো পত্রিকার প্রথম পাতার একটি রিপোট দেখে আরিফের মনটা খুব খারাপ হয়ে গেল। ‍"তৃতীয় শ্রেনীর এক ছাত্রীকে অপহরণ করে মুক্তিপণ না পেয়ে গলা কেটে হত্যা করেছে অপরাধীরা।" শেষের পৃষ্টায় আছে "কলেজ ছাত্রীকে জোর করে তুলে নিয়ে পালাক্রমে গণধর্ষণ, মুমুর্য অবস্থায় ঐ ছাত্রীকে হাসপাতালে প্রেরণ।"

আরিফ নিউজ দুটি পড়ে তার এক পুলিশ বন্ধুকে ফোন করে বলে, "কিরে দোস্ত তোরা থানায় বসে বসে কি করিস? প্রতিদিন পত্রিকায় অপহরণ-হত্যা-ধর্ষণের খবর দেখছি। তোরা অপরাধীকে ধরে শাস্তি দিস না কেন? নাকি গ্রেফতার করেই টাকার বিনিময়ে ছেড়ে দিস?"

অপরপ্রান্ত থেকে আরিফের পুলিশ দোস্ত দীর্ঘ একটা ভাষণ দিল এই ভাবেই..দেখ আরিফ! আমাদের করার কিছুই নাই। অপরাধীদেরকে ধরে থানায় নিয়ে আসা মাত্র উপর মহল থেকে একের পর কল আসতে থাকে। অমুক নেতার ছেলে, অমুক মন্ত্রীর আত্বীয়, অমুক দলের কর্মী বলে ছেড়ে দেবার জন্য আমাদেরকে ছাপ সৃষ্টি করে। আমরাও বাধ্য হয়ে ছেড়ে দিই। আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র বিরোধী দলকে দমন করা দোস্ত। যে দল ক্ষমতায় আসবে সেই দলের পক্ষ হয়ে আমাদেরকে কাজ করতে হয়। এটাই মনে হয় পুলিশের প্রধান কাজ।

এবার আরিফ কিছুটা রাগাম্বিত হয়ে বলে, "তাই বলে সকল প্রকার অন্যায় তোরা মেনে নিবি? অপরাধীরা অপহরণ করে শিশুদেরকে হত্যা করছে, কলেজ ছাত্রীদেরকে ধর্ষণ করছে। সন্তান হারিয়ে মা-বাবা বিলাপ করছে। সম্ভ্রম হারিয়ে এই মেয়েরা আত্মহত্যা করছে। আর তোরা? আইনের লোক হয়ে........

আরিফ আর কিছু বলতে পারল না। অপরপ্রান্ত থেকে তার দোস্ত লাইনটা কেটে দিল।

আরিফ দুপুর ঠিক বারোটায় বাসায় ফোন করে স্ত্রীকে বলল, জাহরার মা, স্কুলে গিয়ে মেয়েকে নিয়ে এসো। ও তোমার জন্য অপেক্ষা করবে।

অফিস থেকে আরিফ রাতে বাসায় এসে খাবার টেবিলে বসে আজকের পত্রিকায় প্রকাশিত অপহরণ ও ধর্ষনের খবরগুলো নিয়ে স্ত্রীর সাথে আলোচনা করে। আরিফ তার স্ত্রীকে বলে, দেখ ইয়াছমিন, অপহরণ-ধর্ষণ-হত্যা দিন দিন বেড়েই চলেছে। দেশে আইনের সু-শাষন না থাকার কারণে আমরা কেউ শান্তিতে ঘুমাতে পারব বলে মনে হয় না। দেশের প্রধান দুই রাজনৈতিক দলের প্রধান নারী। বিরোধী দলের প্রধান নারী। স্পিকারও নারী। সরকারী বেসরকারী প্রতিষ্টানে বড় বড় পদে নারীরা বসে আছে। তারা কি এই নিউজগুলো দেখে না? তারা কি এই নিউজগুলো পড়ে না? তারা কি আরো কঠোর আইন তৈরী করতে পারে না? আরিফের স্ত্রী মনযোগ দিয়ে কথাগুলো শুনার পর বলে, ওদের ছেলে-মেয়েরা কি দেশে আছে? ওরা কি বুঝবে? যত টেনশন আমাদের। সন্তান জন্ম দিয়ে মনে হয় আমরা ভুলই করেছি।



বিষয়: বিবিধ

১৬২৯ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

186145
০৩ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩৫
আমি মুসাফির লিখেছেন : কে শুনে কার কথা এদের তো দরকার শুধু ক্ষমতা। সরকার যেন এই গুলোয় আরো উতসাহ দিতেছে। তাদের ছেলেরা খারাপ কাজ করে পার পেয়ে যাচ্ছে তাদের না সাজা দিয়ে ছেড়ে দেয়াতে।
সুন্দর পোষ্ট ধন্যবাদ।
০৩ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪৬
137913
সিটিজি৪বিডি লিখেছেন : ওদের কিছুই হয় না..ওদের কিছুই হবে না...কারণ ওরে ক্ষমতাধর.প্রতাপশালী...............
186160
০৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৭
বাংলার দামাল সন্তান লিখেছেন : বাংলাদেশের পুলিশ এখন রেন্ডিয়াকে খুশি করার জন্য ব্যস্ত।
০৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩০
137929
সিটিজি৪বিডি লিখেছেন : ভাই ওদের কোন দোষ নাই। ওদেরকে আমাদের রাজনীতিবিদরা খারাপ করেছে। আমাদের দেশের বেশীর ভাগ রাজনীতিবিদরাই সকল অপকর্মের হোতা........
186182
০৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমাদের সমাজকে পরিবর্তনের জন্য সবার আগে চাই সচেতনতা।
০৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
137950
সিটিজি৪বিডি লিখেছেন : আজ থেকে এই সিরিজটি শুরু করলাম..কেমন লাগছে জানাবেন।
186185
০৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪৭
মেঘ ভাঙা রোদ লিখেছেন : সত্যি ভাবনার বিষয়। আসলে আমরা আমাদের ভবিষ্যত নিয়ে ভাবি না।
০৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
137951
সিটিজি৪বিডি লিখেছেন : ভাবতে হবে। আমাদের সন্তানদের ভবিষ্যত নিয়ে অব্যশই ভাবতে হবে।
186205
০৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৩
ইশতিয়াক আহমেদ লিখেছেন : আমরা নামেই স্বাধীন,কাজে না। স্বাধীনতার পূর্বে আমরা যেমন ছিলাম , এখনও তার থেকে কমনা। যদি এমনই হয় তাহলে কি লাভ হলো স্বাধীনতা পেয়ে? আমার মনে হয় দরকার ছিলনা এমন স্বাধীনতার। অযথা এতোগুলা শহীদ জীবন দিল। এই দেশকে এখন গনতন্ত্র বলা ভুৃল, এদেশে এখন রাজতন্ত্র চলছে। ভালো মানুষদের খারাপ আর খারাপদের ভালো মানুষ বানানো হচ্ছে।
০৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
137965
সিটিজি৪বিডি লিখেছেন : দেশ স্বাধীন করে দেশকে পরিবারতন্ত্র করে রেখেছে। চারিদিকে শূধু হত্যা-গুম-ধর্ষণ-চুরি-ডাকাতি..আরো কত যে অপকর্ম হচ্ছে।
186206
০৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৩
ইশতিয়াক আহমেদ লিখেছেন : আমরা নামেই স্বাধীন,কাজে না। স্বাধীনতার পূর্বে আমরা যেমন ছিলাম , এখনও তার থেকে কমনা। যদি এমনই হয় তাহলে কি লাভ হলো স্বাধীনতা পেয়ে? আমার মনে হয় দরকার ছিলনা এমন স্বাধীনতার। অযথা এতোগুলা শহীদ জীবন দিল। এই দেশকে এখন গনতন্ত্র বলা ভুৃল, এদেশে এখন রাজতন্ত্র চলছে। ভালো মানুষদের খারাপ আর খারাপদের ভালো মানুষ বানানো হচ্ছে।
০৪ মার্চ ২০১৪ সকাল ১০:৩২
138219
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck Good Luck
186212
০৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৫
আবু আশফাক লিখেছেন : ''যে দল ক্ষমতায় আসবে সেই দলের পক্ষ হয়ে আমাদেরকে কাজ করতে হয়। এটাই মনে হয় পুলিশের প্রধান কাজ।''
০৩ মার্চ ২০১৪ রাত ০৮:০১
137970
সিটিজি৪বিডি লিখেছেন : বছরের পর বছর আমরা তাই দেখে আসছি।
186393
০৪ মার্চ ২০১৪ সকাল ০৫:১১
০৪ মার্চ ২০১৪ সকাল ১০:৩২
138216
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck Good Luck
186814
০৪ মার্চ ২০১৪ রাত ০৮:৫৬
সজল আহমেদ লিখেছেন : Happy
০৪ মার্চ ২০১৪ রাত ০৯:০০
138439
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck Love Struck
১০
186919
০৫ মার্চ ২০১৪ রাত ১২:৫২
০৫ মার্চ ২০১৪ সকাল ১০:২৪
138676
সিটিজি৪বিডি লিখেছেন : thanks
১১
187057
০৫ মার্চ ২০১৪ সকাল ১০:২২
রেহনুমা বিনত আনিস লিখেছেন : যারা দেশের মানুষের জন্য ভাবেনা তারা দেশের নেতা হয়ে বসার চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে? Yawn Yawn Yawn
০৫ মার্চ ২০১৪ সকাল ১০:২৬
138677
সিটিজি৪বিডি লিখেছেন : ওরা দেশের মানুষের কথা কি ভাববে? ওরা নিজেদের পরিবারের সদস্যদেরকে কিভাবে ক্ষমতার চেয়ারে বসিয়ে মরতে পারবে সেই চিন্তায় করে..........জনগন ওদের কাছে খেলনার পুতুলের মত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File