আফগানদের সাথে বাংলাদেশ নিজ যোগ্যতা অনুযায়ী খেলেছে !

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ০৩ মার্চ, ২০১৪, ০৫:০২:১৩ বিকাল

ক্রিকেট নিয়ে মাতামাতির যেন শেষ নেই । বাংলাদেশ বেশ কয়েক বছর ধরে টেষ্ট খেলে । খেলার মানও অনেক বেড়েছে । কিন্তু তাই বলে এমন কিছু হয়ে যায়নি যে ক্রিকেটের বাঘ বা সিংহ বলতে হবে !

যে কোন খেলায় হেরে গেলে শুধু নিজেরা খারাপ খেলেছি বলেই অন্যকে ছোট করার প্রবনতা সবার মাঝেই কম-বেশী কাজ করে । আফগানিস্তানের সাথে হেরে ভাবখানা এমন যেন পচা শামুকে পা কেটেছে ! আফগানরা যে সুন্দর একটি খেলা উপহার দিল তার প্রশংসা করতে যেন সবাই ভুলে গেছে ।

নিজের দেশের ছেলেরা ভাল খেললে সবার ভাল লাগে । কিন্তু অকারনে অন্যকে ছোট না করে তার প্রাপ্য সম্মানটুকু দেয়া উচিত ।

বিষয়: বিবিধ

১০৩৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

186161
০৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
বাংলার দামাল সন্তান লিখেছেন : সহমত পোষন করছি।
186815
০৪ মার্চ ২০১৪ রাত ০৮:৫৬
সজল আহমেদ লিখেছেন : সহমত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File