কে বলেছে বাসতে ভাল তোকে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৩ মার্চ, ২০১৪, ০৯:৪২:১৬ সকাল
(উমামার আম্মুর জন্য এই কবিতা)
কে বলেছে বাসতে ভাল তোকে
বিরহে কান্না কেন আসে
কয়টা প্রেম হয় বল সফল
আছে সবাই প্রেমিক ছদ্মবেশে
বুঝে প্রেম শুনে প্রেম হয়না
প্রেম সেতো নিজেই পড়ে সময় হলে সয়না
যায়কি প্রেম এড়িযে চলা সেতো কভু হয়না
জগত জুড়ে প্রেমের খেলা প্রেমে কে আর মজেনা
কে বলেছে বিকিয়ে দিতে মন
বল তুই করবি কি এখন
তোরতো আর যাবার পথ নেই
মাথা খুটে আসবেনা আর যৌবন
চাঁদের সাথে সূর্যের প্রেম জোয়ার ভাটার খেলা
বুঝবি যদি প্রেমের মজা হবি উতালা
বাকপ্রবাস সেতো মন উদাস থাকে ভান করে
ভ্রমর হযে ছুয়ে যায় ফুল পরাগ রেনুর পরে
কে বলেছে প্রেম শরীরে
প্রেমের বাস আরো গভীরে
মন গভীরে শুনতে কি তুই পাস
প্রবাস থেকে করছি যে তোর মনো বসবাস
বিষয়: বিবিধ
১০৩৭ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন