কৈশরিক ইন্দ্রজাল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০১ মার্চ, ২০১৪, ০২:১৫:২৯ দুপুর

আজও আমি আছি পড়ে সেই কৈশোরিক ভাবনায়
সেই প্রথম ভাল লাগার আমার ঐন্দ্রজালিক কল্পনায়
আজও আমি ঘুরে ফিরে আছি পড়ে সেখানটায়
বলা হয়নি তোকে দ্বিধান্বিত চোখে ভালবাসি তোমায়।![]()
কুমিরার মিরু ছিলাম আমি ভিরু আর ছিল ভয়
যদি দাও ফিরিয়ে মুখটা ঘুরিয়ে ছিল সেই শংসয়।।![]()
অনিল স্যারের ঘরে সবাই হেসে মরে প্রাইভেটে
অংক ইংরেজী দুটোই পড়াত নাম মাত্র রেটে
তোমার গা ঘেষে দাঁড়াত এসে হাতটা কাঁধে
বানান ভুলের ছলে টেনে দিত গালে অবাধে।![]()
কুমিরার মিরু ছিলাম আমি ভিরু আর ছিল ভয়
যদি দাও ফিরিয়ে মুখটা ঘুরিয়ে ছিল সেই শংসয় ।।![]()
জানতাম আমি হচ্ছে পাগলামি এ হবার নয়
মনটা তবু মানছেনা কিছুতেই যদি কিছু হয়
সেই দিন বুঝিনি কেন তুমি খুঁজেছিলে রুমালটা
পকেটে হাত রাখতেই ভাবলাম ধোয়া ছিলনা ওটা।![]()
কুমিরার মিরু ছিলাম আমি ভিরু আর ছিল ভয়
যদি দাও ফিরিয়ে মুখটা ঘুরিয়ে ছিল সেই শংসয় ।।![]()
জানিনা কোথায় এখন তুমি করছ কার সংসার
কার ঘরে লোডশেডিং হলে মোমের হয়না দরকার
ইদানিং কেন জানি পড়ছে মনে ভীষণ করে
আমি তাই ফিরে যায় আবার সেই কৈশরে।![]()
কুমিরার মিরু ছিলাম আমি ভিরু আর ছিল ভয়
যদি দাও ফিরিয়ে মুখটা ঘুরিয়ে ছিল সেই শংসয় ।।
বিষয়: বিবিধ
১৩৯৬ বার পঠিত, ১৮ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
এখন তাহলে আর ভিরু না সাহসি হয়ে উঠেছেন।
তবে প্রিন্ট আউট নিয়া ঝুলায়ে দিয়া আসব নাকি পতেঙ্গায়? অথবা আপনার ভাগিনার মাধ্যমে পাঠাব।
ছিলনাতো ভীরু,
যতদূর জানি,
পেলে হাত ছানি,
কি করিত জানা নাই৷
কথাগুলো তবে,
বলেদিতে হবে,
যদি উমামার মার কভু দেখা পাই৷
মন্তব্য করতে লগইন করুন