ঠুনকো ঈমাণ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:৪৩:০০ সকাল

উঠবো উঠবো করে রোজ
আরো একটু ঘুমাই
ঘুমের মধ্যে একলা পেয়ে
বান্ধবীকে চুমাই![]()
সূয্যি মামা উঠে বলে
উঠলেনাতো আর
ফুুল পাখি জাগলো সবাই
খবর নেই তোমার![]()
ফজরটাতো কাজা হল
যোহর রইল বাকি
হাতের কাজটা সারতে গিয়ে
আযান হল একি!![]()
চায়ের কাপে চুমুক দিয়ে
কি যেন ভাবছিলাম
আসরটাও গেল ছুটে
মাগরীবের আযান![]()
কি আর হবে মাগরীব পড়ে
আজকে সবই থাক
কালকে থেকে শুরু হবে
ঠিক মতো নামায![]()
এমনি এমনি হয়নি পড়া
নামাজটা এশা
অসময়ে ভাবছি আজ
ঈমানের কি দশা!
বিষয়: বিবিধ
১২১৮ বার পঠিত, ১৬ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
তবে কবিতা সৃষ্টিতে আরো সময় দেয়া উচিত বলে মনে করি ।
মানে ঠিক কবিতার মত হতে আরো মানসম্মত কিভাবে করা যায় ।
আপনাকে আমার পরামর্শ হচ্ছে কবিতা সৃষ্টির ইতিবৃত্ত সংক্রান্ত আপনি কয়েকটি বই পড়ুন ।
ভাল মানের কবির কবিতার বইও পড়তে পারেন ।
হতাশ হবেন না, আশাহত হবেন না ।
মনে রাখবেন আপনার বন্ধুরা অনেক ক্ষেত্রে আপনার ক্ষতির কারন ও হতে পারে ।
আপনার মধ্যে সম্ভাবনা দেখছি বলেই এতকথা বললাম । অনেক ধন্যবাদ
তখন জাগিনি যখন জোহর
হেলায় খেলায় কেটেছে আসর
মাগরিবের আজ শুনি আযান।
জামাত শামিল হওরে এশাতে এখনও জামাতে আছে স্থান।
-কাজি নজরুল ইসলাম।
মন্তব্য করতে লগইন করুন