ঠুনকো ঈমাণ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:৪৩:০০ সকাল
উঠবো উঠবো করে রোজ
আরো একটু ঘুমাই
ঘুমের মধ্যে একলা পেয়ে
বান্ধবীকে চুমাই
সূয্যি মামা উঠে বলে
উঠলেনাতো আর
ফুুল পাখি জাগলো সবাই
খবর নেই তোমার
ফজরটাতো কাজা হল
যোহর রইল বাকি
হাতের কাজটা সারতে গিয়ে
আযান হল একি!
চায়ের কাপে চুমুক দিয়ে
কি যেন ভাবছিলাম
আসরটাও গেল ছুটে
মাগরীবের আযান
কি আর হবে মাগরীব পড়ে
আজকে সবই থাক
কালকে থেকে শুরু হবে
ঠিক মতো নামায
এমনি এমনি হয়নি পড়া
নামাজটা এশা
অসময়ে ভাবছি আজ
ঈমানের কি দশা!
বিষয়: বিবিধ
১১৭০ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে কবিতা সৃষ্টিতে আরো সময় দেয়া উচিত বলে মনে করি ।
মানে ঠিক কবিতার মত হতে আরো মানসম্মত কিভাবে করা যায় ।
আপনাকে আমার পরামর্শ হচ্ছে কবিতা সৃষ্টির ইতিবৃত্ত সংক্রান্ত আপনি কয়েকটি বই পড়ুন ।
ভাল মানের কবির কবিতার বইও পড়তে পারেন ।
হতাশ হবেন না, আশাহত হবেন না ।
মনে রাখবেন আপনার বন্ধুরা অনেক ক্ষেত্রে আপনার ক্ষতির কারন ও হতে পারে ।
আপনার মধ্যে সম্ভাবনা দেখছি বলেই এতকথা বললাম । অনেক ধন্যবাদ
তখন জাগিনি যখন জোহর
হেলায় খেলায় কেটেছে আসর
মাগরিবের আজ শুনি আযান।
জামাত শামিল হওরে এশাতে এখনও জামাতে আছে স্থান।
-কাজি নজরুল ইসলাম।
মন্তব্য করতে লগইন করুন