বন্ধু হলেই নিম্নমানের লিখায় পাম্প দিবেন না
লিখেছেন লিখেছেন আমি সমালোচক ২৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:৪১:১৪ সকাল
ইদানিং দেখা যাচ্ছে ব্লগারের লেখা তেমন মান সম্মত না হলেও পরিচিত বন্ধুরা প্রশংসার খই ফুটিয়ে তুলেন ।
ভাব খানা এমন যে বন্ধুর পোষ্টে মন্তব্য না করলে বন্ধু কি মনে করবে ।
আর মন্তব্য করতে গেলে তো প্রশংসাই করতে হবে । প্রশংসা না করলে আবার মন্তব্য হল নাকি ।
আপনি কি বুঝতে পারছেন না যেন-তেন লেখাকে আপনি প্রশংসা করে আপনার বন্ধুর লাভের চেয়ে ক্ষতিই করছেন বেশী ।
সুষ্ঠু সমালোচনা করুন । লেখা ভাল হলে আরো কিভাবে ভাল হত তা তুলে ধরুন । আর লেখা খারাপ হলে কোথায় দূর্বলতা আছে তা ধরিয়ে দিন ।
অনেকে নিজের ব্লগে পোষ্টের সংখ্যা বাড়াবার জন্য লিখেন ।
দরকার কি আলুপাতা, জামপাতা দিয়ে ব্লগ ভর্তি করার যদি কারো কোন কাজে না আসে ।
দু’চার আঙ্গুল লিখে ছেড়ে দিলেই যেখানে লেখা প্রকাশ হয়ে পড়ছে সেখানে অনেক ব্লগার ওয়ান টাচেই লেখা প্রকাশ করেন । এমন কি নিজের লেখার বানানটাও চেক করেন না ।
কেন এমন করবেন ?
যে লেখাটি লিখবেন সে লেখাটি লিখে আগে ড্রাপ করুন । তারপর নিজে নিজে পাঠক সেজে পাঠ করুন । সংশোধন করুন ।
লেখার জন্য পরিশ্রম করুন । দেখবেন লেখা মানসম্মত হচ্ছে ।
পরিশ্রম ছাড়া কেউ কোনদিন সফলতা পেয়েছে ? দেখাতে পারবেন ?
যেটা আরো অনেক পরে বুঝবেন তা আজকে বুঝার জন্য আমার এই প্রচেষ্টা ।
ব্যাঙ এ পেসাব করলেও লিখে ছেড়ে দেবার দরকার নেই ।
এতে ব্লগের প্রতি পাঠকের নেতিবাচক ধারনা জন্মে ।
অন্যের লেখা পাঠ করুন, বেশী বেশী মন্তব্য করুন ।
সুষ্ঠু সমালোচনা করন । দেখবেন লেখায় মান ফিরে আসছে।
বিষয়: বিবিধ
১২৬৯ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পরিশ্রম ছাড়া কেউ কোনদিন সফলতা পেয়েছে ? দেখাতে পারবেন ?
আমাদের সবচেয়ে বড় রোগ হলো নিজেকে সবজান্তা মনে করা।
বি.দ্র. আমি আপনাকে রাগানোর জন্যই মন্তব্যটি করেছি। আমি তাতে সফল। আর আপনিও যে সমালোচনা নয়, পাম্প চান, সেটা বোঝা গেল!!
মন্তব্য করতে লগইন করুন