হিজাবের পরসে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:৩০:১৪ বিকাল
মিস কল সারা দিন
আহা কি যন্ত্রণা
আমি তো মানুষ ভাই
দুপায়ী জন্তু না।
আজে বাজে কত কথা
কলেজে যেতে রোজ
অভিনয় করে বলে, প্রেম
চাই এক ডোজ।
মনে মনে বলি খোদা
তুমি কেন শোননা
আমি যা দেখি রোজ
তুমি কেন দেখনা।
উপায় টা খুঁজি রোজ
কিছুই তো মেলেনা
উপায় আছে খুব কাছে
হেসে বলে পরমা।
হিজাব টা করে দেখ
বুদ্ধিটা দিল সে
বুঝি নাই কি জাদু
হিজাব এর পরসে।
এখন রোজ সালাম দেয়
বলে দেখ আপুটা
ঘরে ঘরে থাকে যদি
বদলে যাবে সমাজটা।
বিষয়: বিবিধ
১২১৪ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হিজাব পরলেও দোষ...দেখুন বাআল কি মন্তব্য করেছে........
সামুর লিংকটাদেন দেখি।
কেন কি করেছে?
ও আমাকে পাগল বলেছে, আমি নাকি পাগল হয়ে গেছি, আমাকে আর আম্মু ডাকবেনা, নতুন একটা আম্মু লাগবে
হা হা হা তায় নাকি, বলেছে যখন একটু বিবেচনা করতে হয় কি বল!!!!!!!!!
আপনার মনে সেই ইচ্ছা আছে আমিতো জানি, আর মেয়ে বাবা মিলেতো এক জোট, অসুবিধা নেই আমিও এক পায়ে খাড়া
ধন্যবাদ রইল, আর ঘটনা কিন্তু সত্য
মন্তব্য করতে লগইন করুন