একজন উমরাহ যাত্রীর জন্য প্রয়োজনঃ ০১
লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ২৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:০৭:০৩ বিকাল
((আধা শিক্ষিত মানুষের উমরাহ পালনের জন্য পড়াশুনা))
নিয়ত করেছি উমরাতে যাবো। তাই এ বিষয়ে পড়া লেখা শুরু করেছি। শুরু হয়েছে স্মৃতি চারণ আর আলোচনা। আমার জানা বিষয় গুলো উপস্থাপিত হলো এখানে-----
পূর্বপ্রস্তুতি পর্বঃ
একজন উমরাহ যাত্রী ভাই বোনকে উমরাহ গমনের জন্য যে সব জিনিস সাথে থাকতে হবেঃ
১. একটি লাগেজ। যা ট্রলি সিসটেম হলে ভাল হয়।
২. এহরামের কাপড়, বেল্ট, প্লাস্টিকের সেন্ডেল, সাবান, টুথ পেষ্ট ও ব্রাশ, ওয়ান টাইম রেজার, নেইল কাটার, আতর, সেফটি পিন, কাগজ, কলম, চিরুনী, ক্রিম, ভ্যাসলিন।
৩. পরিধানের জন্য প্রয়োজনীয় জামা কাপড়। কাপড় ধৌত করার ঝামেলা থেকে বাঁচার জন্য বেশী কাপড়। আবহাওয়া উপযোগী কাপড়।
৪. সফরের সময় খাওয়ার জন্য প্রয়োজনীয় শুকনো খাবার, টিস্যু পেপার, বোতলজাত পানি ইত্যাদি।
৫. বমির অভ্যাস থাকলে ২/৪টি পলিথিনের কিস ব্যাগ।
৬. মোবাইল সেট এবং মোবাইল চার্জার।
৭. প্রয়োজনীয় সৌদী রিয়াল।
৮. মানি ব্যাগে এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং একজন নিকটাত্মীয়ের নাম ঠিকানা ও মোবাইল নম্বর সম্বলিত একটি চিরকুট।
৯. কুরআন হাদীস ও ইসলামী বইয়ের একটি করে কপি।
১০. হজ্জের মাসলা মাসায়েল সংক্রান্ত প্রয়োজনীয় বই বা নোট।
একজন উমরাহ যাত্রীর জন্য প্রয়োজনঃ ০২ এর জন্য এখানে ক্লিক করুন।
বিষয়: বিবিধ
১৬১৫ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন