গোপন কথাটা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৪ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:২৮:২৫ সকাল



গোপন কথাটা আর রইলনা গোপনে, ডায়রী লিখার ব্যাপারটার কথা বলছিলাম, কানে কানে কানাকানি হতে হতে সেটা গড়াল উমামা পর্যন্ত, প্রশ্নটা করেই বসল, প্রথমে বলল "আব্বু তুমি মিথ্যুক একটা,"

কেন মা মনি এটা বলছ কেন?

"তার আগে বল তুমি বলনি পৃথিবীতে সবচাইতে বেশী ভালবাস আমাকে, এটা বলনি? বল বল বল...."

হুম বলেছিতো, এখনো বলছি, আবারো বলব, প্রতিদিন বলব, সপ্তাহে বলব, মাসে বলব, বছরে বলব, যুগে বলব, যতদিন না তুমি অবাধ্য হবে আমার, আমাদের, প্রকৃতির, ধর্মের, আদর্শের, মানবতার............

" আচ্ছা মানলাম, তবে সবাই যে বলাবলি করছে তুমি ডায়রী লিখছ আম্মুর জন্য, তাহলেতো দেখছি আমার চাইতে আম্মুকে বেশী ভালবাস"

"তোমার সাথে আড়ি কথা নেই যাও"

ও তাই, আচ্ছা তোমার জন্যও লিখব, আগেও লিখেছি এখনও লিখব আগামীতেও লিখব, এই নাও তোমার ছড়া...........

নিজে করি / বাকপ্রবাস

আম খাব কেটে দাও

কলা খাব দাও ছিলে,

চিবুতে পারবনা ব্লান্ডারে ছেড়ে দাও

আমি শুধু টুক করে নেব গিলে।

খাবনা খাবনা আম কলা খাবনা

স্বাদহীন পানসে তৃপ্তি মিলছেনা।

ভাত খাব মেখে দাও

কাটাকুটা বেছে দাও,

পানিটা ঢেলে দাও

দেখি মুখে তুলে দাও।

খাবনা খাবনা মাছে ভাতে খাবনা

স্বাদহীন ভাত পানি খেযে মন ভরছেনা।

পেয়েছি পেয়েছি ইউরেকা পেয়েছি

স্বাদটা গেল কোথায় খুজেঁ এবার পেয়েছি

খেতে হবে নিজ হাতে চিবিযে নিজ দাতে

তবেইতো স্বাদটা ধরা দেবে নিজে যাচি।

দাও দাও আরো দাও না খেয়ে ছাড়ছিনা

আজ একটু বেশী খেলে মরেতো আর যাচ্ছিনা।

বিষয়: বিবিধ

১০০৯ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

181742
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৩৫
সিটিজি৪বিডি লিখেছেন : এখন থেকে দুটি ডায়েরী রাখবেন....প্রতিদিন দুজনের জন্য কিছু না কিছু লিখে যাবেন..দেখবেন হাতের লিখা সুন্দর হবে..কেউ আর বলবে না যে আপনার হাতের লিখা কাউয়ার ঠ্যাং.........উমামার জন্য অনেক অনেক দু'আ রইল।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৪
134962
বাকপ্রবাস লিখেছেন : মাইনে টা কে দেবে? অপিস তো মাথায় উঠবে
181748
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪৬
নেহায়েৎ লিখেছেন : দুটো ডায়েরী দুইজনের জন্য লিখা। আর ঐ যে লোকে বলে না! দুটো আত্মা একটা জীবাত্মা আর একটা পরমাত্মা।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
135077
বাকপ্রবাস লিখেছেন : একেবারে মারফতি মারলেন দেখি
181757
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৯
বাংলার দামাল সন্তান লিখেছেন : আমাকে আপনার ঠিকানা দেন আমি আপনাকে ২টা নতুন ডায়রী দিব আরো বেশি বেশি লেখার জন্য।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
135078
বাকপ্রবাস লিখেছেন : নতুন চাকরীও একটা দেন, এই চাকরী আর থাকবনা অপিস বাদ দিয়ে ডায়রী মাড়াইলে
181771
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২২
গেরিলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
135080
বাকপ্রবাস লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
181779
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৩০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ডায়রি যতটাই লিখুন ছড়াটা ব্লগেই লিখুন।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
135081
বাকপ্রবাস লিখেছেন : তথাস্তু
181800
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৪
সিটিজি৪বিডি লিখেছেন : বোনরা ভালভাবে পর্দা করলে কেউ ডিস্টাব করবে না।

সুন্দর লিখেছেন। আমি আমার পেইজগুলোতে শেয়ার করে দিচ্ছি।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
135082
বাকপ্রবাস লিখেছেন : থেংক্স বস
181802
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৬
সিটিজি৪বিডি লিখেছেন : হান্না হুমায়রা

বর্তমানের মেয়েরা যেই পর্দাশীল (?)

জামা কাপড়ের সাথে সাথে বোরকা টাও হাঁটুর উপর পর্যন্ত তুলে ফেলছে। আর এই শর্ট বোরকার নিচে পরিধান করে জিন্স, টাইস জাতীয় আঁট সাঁট কিছু একটা, দেখামাত্রই বুঝে আসে যে , উক্ত নির্লজ্জ কন্যাটি কতো নিম্নমানের রুচিবোধের অধিকারী।

এই ধরনের বোরকা না পরাই উচিৎ , কারন বোরখাটা তো পর্দার জন্য ।

আর আরেকদল তো , যত ছোট ড্রেস ততো মডার্ন (!) আর এটাকেই যুগ শ্রেষ্ঠ ফ্যাশান মনে করে। ( আল্লাহ রক্ষা করুক সবাইকে এ ধরনের পোশাক পরিধান থেকে । )

একদল আছে - বোরকা পরে ঠিকই , কিন্তু মুখ খোলা রাখে । কেমন যেনো ঘরের দরজা বন্ধ করে জানালা খোলা রাখার মতো।

নিজেরা নিজেদের সম্ভ্রম বিলিয়ে দিচ্ছে ! অন্যে তাকালে দোষ ? ছেলেরা কিছু বললে দোষ । আপনি খোলামেলা বের হচ্ছেন এটা দোষের নয়?

প্রয়োজনের তাগিদে আমরাও তো রাস্তায় বের হই। কোথায় -কেউ তো আমাদের টিজ (!)করা তো দূরে থাক, চোখ তুলে পর্যন্ত তাকায় না ? আমি শপথ করে একটি কথা বলতে পারি-আপনি যদি শরিয়তের সঠিক নিয়ম অনুযায়ী পর্দা করেন ! তাহলে অবশ্যই সশদ্ধভাবে চলাফেরা করবেন- কেউ চোখ তুলেও চাইবেনা আপনার দিকে ইনশাআল্লাহ্‌ ।

আল্লাহ বলেছেন হে নবী !! তোমারা মুমিন মহিলাদের বলে দেও , তারা যেন নিজেদের উপর নিজেদের চাদরের আচল ঝুলিয়ে রাখে। এতে তাদেরকে চিনতে পারা যায় ও ফলে তাদেরকে কেউ উত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু
( আহযাব. -৫৯)

স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল মুসলমানের প্রতি পর্দা করা অনন্য ফরজের মতোই একটি ফরজ বা অবশ্যই পালনীয় কর্তব্য ।

আর হ্যাঁ বোন ! খুব বেশী কারুকার্য সম্বলিত বা ঝাকানাকা টাইপের বোরকা পরিধান করবেন না।

ইনশাআল্লাহ ! তাহলে আপনি দুনিয়া ও আখেরাতের সফলতা অর্জন করতে পারবেন।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
135084
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ দুজনকেই আপনি এবং লেখিকা
181819
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৮
মোবারক লিখেছেন : ভালো লাগলো
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
135086
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ জানবেন
181886
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৫
সজল আহমেদ লিখেছেন : ভাইয়া আপনার উপর মহান আল্লাহপাক রহমত বর্ষন করুক।
লেখাটা সৃজনশীল লেখা।খুব ভাল হয়েছে।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৬
135087
বাকপ্রবাস লিখেছেন : আমীন, আমীন, আমীন, আপনাকেও আল্লাহ সম প্রতিদান দিক এমন করে উৎসাহ দেবার জন্য
১০
182092
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগলো ,উমামার জন্য দোয়া রইলো
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৬
135088
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ সিলডি ভাই
১১
182312
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৫৮
আবু তাহের মিয়াজী লিখেছেন : সজল আহমেদ লিখেছেন : ভাইয়া আপনার উপর মহান আল্লাহপাক রহমত বর্ষন করুক।
লেখাটা সৃজনশীল লেখা।খুব ভাল হয়েছে।

এত গুলি মন্তব্য আপনার বাড়ীতে আর আপনি কোথায়। Big Grin Big Grin Big Grin Big Grin
জানি জানি ঘুরাঘুরি করতে গেছেন। Give Up Give Up Give Up Give Up
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৭
135091
বাকপ্রবাস লিখেছেন : আপনি আছেন খালি জিলাপি বানানোর তালে Tongue
১২
182414
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩২
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৭
135092
বাকপ্রবাস লিখেছেন : ফুল আমারে কেউ দেয়না, আপা দিছে তাও উমামার জন্য, ধন্যবাদ আপু......
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৩৮
135314
রেহনুমা বিনত আনিস লিখেছেন : নেন, এটা আমার ভাইয়ের জন্য Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File